৯ উইকেটের জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নিলো না দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন সকালে দশ ওভারের মধ্যে ছোট লক্ষ্য পেরিয়ে গেল ফাফ দু প্লেসির দল। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 10:10 AM
Updated : 6 Jan 2019, 10:10 AM

কেপ টাউন টেস্ট ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৪১ রানের লক্ষ্য ৯ ওভার ৫ বলে পেরিয়ে যায় স্বাগতিকরা।

চোটের জন্য রোববার নিউল্যান্ডসে ব্যাটিংয়ে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত ওপেনার এইডেন মারক্রাম। তার জায়গায় ডিন এলগারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে দ্রুত ফিরেন টিউনিস ডি ব্রুইন। মোহাম্মদ আব্বাসের শর্ট বলে পুল করতে গিয়ে সরফরাজ আহমেদের গ্লাভস ধরা পড়েন তিনি।

মোহাম্মদ আমিরের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টপ অর্ডার ব্যাটসম্যান হাশিম আমলা। অধিনায়ক দু প্লেসিকে নিয়ে বাকিটা সহজেই সারেন এলগার। এই ওপেনার ৩৯ বলে চারটি চারে অপরাজিত থাকেন ২৪ রানে। 

প্রথম ইনিংসের দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাফ দু প্লেসি।

আগামী শুক্রবার জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৭

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩১

পাকিস্তান ২য় ইনিংস: ২৯৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, দু প্লেসি ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফাফ দু প্লেসি