শিশির নিয়ে চিন্তায় মাশরাফি

মিরপুরের উইকেট বরাবরই অননুমেয়। এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে শিশির। কোনো দিন কম, কোনো দিন বেশি পড়ে বলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। তাই প্রথম ওয়ানডের আগে শিশির নিয়ে ভাবনায় বাংলাদেশ অধিনায়ক।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 12:46 PM
Updated : 8 Dec 2018, 12:46 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা একটায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শিশিরের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

“শিশির কতটা প্রভাব ফেলবে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। বছরের এই সময়ে দিন-রাতের খেলায় শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ।”

“যদি আগে ব্যাটিং করেন আপনাকে কামনা করতে হবে আজকে যেন কম শিশির পড়ে। আর যদি পরে ব্যাটিং করেন তাহলে আপনি চাইবেন শিশির যেন বেশি পড়ে। কেমন পড়বে তা আপনি অনুমান করতে পারবেন না। আপনাকে একটু আন্দাজের ওপরই সিদ্ধান্তটা নিতে হবে।”

গত বছর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল বিপিএল। সে সময় রাতের ম্যাচে শিশিরের খুব একটা প্রভাব ছিল না। মাশরাফি মনে করেন, অতিরিক্ত শিশির পড়লে তা এবার ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব।

“গত বছর বিপিএলে কোনো কোনো ম্যাচে শিশির প্রভাব ফেলেছিল। একেক দিন একেক পরিমাণে শিশির পড়ায় চিন্তার একটা জায়গা থাকেই। ... আমার মনে হয়, আগে ব্যাটিং করতে পারলে ভালো।”

বিশ্বকাপের আগে এটাই দেশের মাটিতে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডে যেমন উইকেটে খেলা হবে চাইলেও ঢাকায় তেমন উইকেট পাওয়া সম্ভব নয়। তাই এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখেন না অধিনায়ক।

“আমার মনে হয়, আমরা যা চাই এখানকার উইকেট সেটা দিতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এই মাটিতে তা অসম্ভব। ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড উইকেটের সঙ্গে মেলানো সম্ভব নয়। হয়তো চট্টগ্রাম কিংবা সিলেটে কিছুটা মিল পাওয়া যেতে পারে কিন্তু মিরপুরে এটা সম্ভব নয়। কিভাবে জেতা যায় সেই দিকেই আমাদের মনোযোগ থাকা জরুরি।”