ইতিহাস গড়লেন ইয়াসির

রবিচন্দ্রন অশ্বিনের সামনে হাতছানি ছিল। পারেননি শেষ পর্যন্ত। সম্ভাবনা জাগিয়েও পারেননি ডেল স্টেইন, ওয়াকার ইউনিস, স্টুয়ার্ট ম্যাকগিলরা। সময়ের পরিক্রমায় রেকর্ডটির বয়স ছুঁতে চলছিল ৮৩ বছর। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেট নিয়ে পাকিস্তানের লেগ স্পিনার নাম লেখালেন ইতিহাসে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 09:40 AM
Updated : 6 Dec 2018, 09:40 AM

সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনারকে। ৩৬ টেস্ট খেলে ২০০ উইকেট ছুঁয়েছিলেন ক্ল্যারি গ্রিমেট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রেকর্ডটি গড়েছিলেন ১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টের তৃতীয় সকালে তাকে ছাড়িয়ে গেলেন ইয়াসির। তার লেগেছে ৩৩ টেস্ট।

৩৭ টেস্টে ২০০ ছুঁয়েছিলেন ভারতীয় অফ স্পিনার অশ্বিন। দুই গ্রেট ফাস্ট বোলার ডেনিস লিলি ও ওয়াকার মাইলফলকটি ছুঁয়েছিলেন ৩৮ টেস্ট খেলে। স্টেইনের লেগেছিল ৩৯ টেস্ট, ইয়ান বোথাম ও ম্যাকগিলের ৪১ টেস্ট।

ইয়াসির এই সিরিজে যেভাবে ছুটছিলেন, রেকর্ডটি ছিল অবধারিতই। ৩০ টেস্টে ১৭৩ উইকেট নিয়ে শুরু করেছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ। গ্রিমেটের রেকর্ড ভাঙতে প্রয়োজন ছিল দারুণ কিছু। ইয়াসির দেখালেন অসাধারণ কিছু। প্রথম টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট। পরের টেস্টে ১৪টি।

চলতি টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন দ্বিতীয় দিন বিকেলে। দিন শেষ করেন ১৯৯ উইকেট নিয়ে। তৃতীয় দিন সকালে নাইটওয়াচম্যান উইলিয়াম সামারভিলকে বোল্ড করে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে।

সময়ের হিসেবে রেকর্ডটি অবশ্য ভাঙতে পারেননি ইয়াসির। ২০০ ছুঁতে তার লেগেছে ৪ বছর ৪২ দিন। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এই মাইলফলকে পৌঁছেছিলেন ৩ বছর ৩৪০ দিনে। ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ানের লেগেছিল ৩ বছর ৩৪৮ দিন, আরেক ইংলিশ গ্রেট বোথামের ৪ বছর ৩০ দিন।