ইয়াসিরের স্পিন জাদুতে উড়ে গেল নিউ জিল্যান্ড

দুবাই টেস্টে ইয়াসির শাহর জাদুকরী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ড। মাত্র ৪০ রানে ১০ উইকেট হারিয়ে ফলো অনে পড়ে কেন উইলিয়ামসনের দল। দ্বিতীয় ইনিংসেও দ্রুত দুই উইকেট তুলে নেন ইয়াসির। ফলো অনে পড়া নিউ জিল্যান্ড তৃতীয় দিন শেষ বেলায় প্রতিরোধ গড়েছে বিজে ওয়াটলিং ও রস টেইলরের ব্যাটে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 03:03 PM
Updated : 26 Nov 2018, 03:04 PM

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ২৪ রান নিয়ে সোমবার খেলা শুরু করা নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩১ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ১৯৭ রান চাই নিউ জিল্যান্ডের।

মন্থর ব্যাটিংয়ে সকাল শুরু করেন জিত রাভাল ও টম ল্যাথাম। সাবধানী ব্যাটিংয়ে দুই ওপেনার গড়েন ৫০ রানের জুটি। রিভার্স সুইপ করতে গিয়ে রাভালের বোল্ড হলে ভাঙে নিউ জিল্যান্ডের প্রতিরোধ গড়া জুটি। 

পঞ্চাশ রানের শুরুর জুটির পর আর একটি বিশ রানের জুটিও গড়তে পারেনি নিউ জিল্যান্ড। লাঞ্চের আগে পাঁচ বলের মধ্যে ল্যাথাম, টেইলর ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন ইয়াসির। লেগ স্পিনারের টার্ন আর বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দেন ল্যাথাম। দারুণ দুই ডেলিভারিতে বোল্ড হয়ে যান টেইলর, নিকোলস। 

সেই ধাক্কা সামাল দিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ড। লাঞ্চের পর রান আউট হয়ে যান বিজে ওয়াটলিং। কলিন ডি গ্র্যান্ডহোমকে এলবিডব্লিউ করে বিদায় করেন হাসান আলি। 

নিউ জিল্যান্ডের লোয়ার অর্ডারের চার ব্যাটসম্যানকে দ্রুত বিদায় করেন ইয়াসির। বিনা উইকেটে ৫০ থেকে ৯০ রানে থমকে যায় উইলিয়ামসনের দল। এক প্রান্ত আগলে রেখে ২৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। তাদের শেষ আট ব্যাটসম্যানের ছয় জনই ফিরেন রানের খাতা খোলার আগে।

৪১ রানে ৮ উইকেট নেন ইয়াসির। টেস্টে এটি পাকিস্তানের হয়ে তৃতীয় সেরা বোলিং। 

৩২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউ জিল্যান্ড দ্রুত হারায় রাভালকে। তাকে বিদায় করে ম্যাচে নিজের নবম উইকেট নেন ইয়াসির। পরে ফিরিয়ে দেন প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া উইলিয়ামসনকে। 
 
দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন ল্যাথাম ও টেইলর। সাবধানী ব্যাটিংয়ে তিন চারে ৪৪ রানে অপরাজিত ল্যাথাম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে টেইলর ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় করেছেন ৪৯ রান। পাকিস্তানকে আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪১৮/৫ ইনিংস ঘোষণা

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৪/০) ৩৫.৫ ওভারে ৯০ (রাভাল ৩১, ল্যাথাম ২২, উইলিয়ামসন ২৮*, টেইলর ০, নিকোলস ০, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ০, সোধি ০, ওয়েগনার ০, প্যাটেল ৪, বোল্ট ০; আব্বাস ০/৮, হাসান ০/৪, হাফিজ ০/১, ইয়াসির ০/৯, বিলাল ০/০)

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (ফলো অন) ৪৩ ওভারে ১৩১/২ (রাভাল ২, ল্যাথাম ৪৪*, উইলিয়ামসন ৩০, টেইলর ৪৯*; আব্বাস ০/১১, হাসান ০/৫, ইয়াসির ২/৬৫, হাফিজ ০/৬, বিলাল ০/৩০, হারিস ০/৮)