দুই সেশনে নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে দিল পাকিস্তান

আবু ধাবি টেস্টের প্রথম দিন নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস টিকল মোটে দুই সেশন। লাঞ্চের পর নাটকীয় ধসে দেড়শ পেরিয়েই থেমে গেল কেন উইলিয়ামসনের দল। দলের হয়ে লড়াই করলেন কেবল অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 02:34 PM
Updated : 16 Nov 2018, 02:34 PM

শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ১৫৩ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। আবু ধাবিতে টেস্টে প্রথম ইনিংসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ৫৯ রান।

৩৯ রানের মধ্যে দুই ওপেনারের সঙ্গে রস টেইলরকে হারিয়ে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। তবে হেনরি নিকোলসের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন।

শুরুতে রান পাওয়া ছিল কঠিন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সহজ হয়ে এসেছিল ব্যাটিং। শুরুর ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে যাচ্ছিল নিউ জিল্যান্ড। এমন সময়ে মোহাম্মদ আব্বাসকে ড্রাইভ করতে গিয়ে নিকোলস কট বিহাইন্ড হলে ভাঙে প্রতিরোধ গড়া জুটি।

প্রথম সেশনে সাদামাটা বোলিং করা হাসান আলি পরপর দুই বলে তুলে নেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট। শর্ট বল ডাক করার কিংবা হুক ঠিকঠাক মতো করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক। কোনোটিই করতে পারেননি, কিপার সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৬৩ রানের ইনিংস। গোল্ডেন ডাকের স্বাদ পান ডি গ্র্যান্ডহোম।

পরের কোনো ব্যাটসম্যান পারেননি প্রতিরোধ গড়তে। এক সময়ে ৩ উইকেটে ১১১ রান করা নিউ জিল্যান্ড ৪২ রানে হারায় শেষ ৭ উইকেট।

লেগ স্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নেন ৫৪ রানে। দুটি করে উইকেট নেন আব্বাস, হাসান ও হারিস সোহেল।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ডি গ্র্যান্ডহোমের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়ায় ক্যাচ দিয়ে ফিরেন ইমাম-উল-হক। পরের ওভারে ট্রেন্ট বোল্টের শর্ট বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন মোহাম্মদ হাফিজ।

বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন আজহার আলি ও হারিস সোহেল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৬৬.৩ ওভারে ১৫৩ (রাভাল ৭, ল্যাথাম ১৩, উইলিয়ামসন ৬৩, টেইলর ২, নিকোলস ২৮, ওয়াটলিং ১০, ডি গ্র্যান্ডহোম ০, সোধি ৪, ওয়েগনার ১২, প্যাটেল ৬, বোল্ট ৪*; আব্বাস ২/১৩, হাসান ২/৩৮, বিলাল ১/৩৩, ইয়াসির ৩/৫৪, হারিস ২/১১, হাফিজ ০/০)

পাকিস্তান ১ম ইনিংস: ২৩ ওভারে ৫৯/২ (ইমাম ৬, হাফিজ ২০, আজহার ১০*, হারিস ২২*; বোল্ট ১/২০, ডি গ্র্যান্ডহোম ১/১৭, প্যাটেল ০/১৩, ওয়েগনার ০/৮)