শিরোপা জিতে খুলনার রেকর্ড স্পর্শ করল রাজশাহী

শিরোপার সুবাস মিলছিল আগের দিন থেকেই। ক্রিকেটীয় অনিশ্চয়তায় কেবল ছিল খানিকটা শঙ্কা। তবে সেই শঙ্কাকে কাছে ঘেঁষতে দেয়নি রাজশাহী। জুনায়েদ সিদ্দিকের দারুণ সেঞ্চুরিতে হারিয়েছে বরিশালকে। জাতীয় ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করে ছুঁয়েছে খুলনার রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 01:41 PM
Updated : 8 Nov 2018, 01:41 PM

জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। প্রথম স্তরের শেষ রাউন্ডে বৃহস্পতিবার বরিশালকে ৬ উইকেটে হারিয়ে ঘরের মাঠেই করেছে শিরোপা জয়ের উৎসব।

রাজশাহীর এটি ষষ্ঠ শিরোপা। ২০০৮-০৯ মৌসুম থেকে রেকর্ড টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তবে ২০১১-১২ মৌসুমের পর আর ধরা দিচ্ছিল না ট্রফি। এবার সেই খরা ঘোচানোর পাশাপাশি ধরে ফেলেছে তারা খুলনাকেও। ৬ বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল খুলনা।

রাজশাহীর উল্টো স্বাদ পেয়েছে বরিশাল। এই ম্যাচ হেরে যাওয়ায় ও অন্য ম্যাচে খুলনা ড্র করায় প্রথম স্তর থেকে বরিশাল নেমে গেছে দ্বিতীয় স্তরে।

জয়ের জন্য শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ছিল ১০২ রান, উইকেট ছিল ৮টি। জুনায়েদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ঠিকানায় পৌঁছে গেছে তারা লাঞ্চের আগেই।

৬৫ রানে দিন শুরু করা জুনায়েদ অপরাজিত ছিলেন ১২০ রানে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জহুরুল ইসলাম ফিরে যান ৬৪ রানে।

প্রথম ইনিংসে ৭৮ রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে শিরোপা জয়ের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন অভিজ্ঞ জুনায়েদ।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৯৭

রাজশাহী ১ম ইনিংস: ১৬০

বরিশাল ২য় ইনিংস: ৩৪৬

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৪) ৭৬ ওভারে ২৮৪/৪ (আগের দিন ১৮২/২) (জুনায়েদ ১২০*,জহুরুল ৬৪, ফরহাদ হোসেন ৪, সাব্বির রহমান ৪*;  কামরুল রাব্বি ০/৪৩,মনির ০/৬৩, সোহাগ ১/৬৯,  নুরুজ্জামান ০/১২, তানভির ২/৬১, মোসাদ্দেক ১/১৭,  আল আমিন ০/৭ )।

ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জুনায়েদ সিদ্দিক