ভারতের সঙ্গে লড়াই করে হারল উইন্ডিজ

ভিন্ন সংস্করণ, ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামাল প্রায় ভিন্ন চেহারার দল। কিন্তু ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের মতো ব্যাটিং ধুঁকল আবারও। লড়াই করার মতো পুঁজি না পেলেও বোলাররা চেষ্টা করেছেন সাধ্যমতো। কিন্তু পেরে ওঠেনি ভারতের ব্যাটিং গভীরতার সঙ্গে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 07:03 PM
Updated : 4 Nov 2018, 07:04 PM

প্রথম টি-টোয়েন্টিতে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এগিয়ে গেছে তিন ম্যাচ সিরিজে।

ইডেন গার্ডেনসে রোববার ২০ ওভার খেলে ক্যারিবিয়ানরা করতে পেরেছিল কেবল ১০৯ রান। ভারত ৪ উইকেট হারিয়েছিল পঞ্চাশের আগেই। তবে শেষ পর্যন্ত জিতেছে তারা ১৩ বল বাকি রেখে।

বিরাট কোহলির বিশ্রামে ভারতকে নেতৃত্ব নেন রোহিত শর্মা। টস জিতে নামেন ফিল্ডিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ২ ওভারে তোলে ১৬ রান। এরপর উইকেট হারাতে থাকে নিয়মিত। টপ ও মিডল অর্ডারে আগ্রাসী সব ব্যাটসম্যান থাকলেও জ্বলে উঠতে পারেননি একজনও।

ভারতের তিন পেসারের দারুণ বোলিংয়ের পর ক্যারিবিয়ানদের চেপে ধরেন স্পিনাররা। কুলদীপ যাদবের স্পিনে নাকাল হয়ে ৬৩ রানের মধ্যে হারায় তারা ৭ উইকেট।

আটে নামা ফ্যাবিয়ান অ্যালেনের ২০ বলে ২৭ ও কিমো পলের অপরাজিত ১৫ রানে ওয়েস্ট ইন্ডিজ পার হয় একশ।

৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। হার্দিক পান্ডিয়ার বড় ভাই অভিষিক্ত অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া বাঁহাতি স্পিনে ১ উইকেট নেন ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে।

ছবি: বিসিসিআই

ভারতের সম্ভাব্য সহজ রান তাড়া কঠিন হয়ে ওঠে ক্যারিবিয়ানদের উজ্জীবিত বোলিংয়ে। নতুন বলে গতির ঝড় তোলেন অভিষিক্ত ফাস্ট বোলার ওশান টমাস। ১৪৭ কিলোমিটার গতির দুটি ইনসুইঙ্গারে ফিরিয়ে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে।

দারুণ এক স্পেলে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ফিরিয়ে দেন লোকেশ রাহুল ও রিশাভ পান্তকে। অষ্টম ওভারে ভারতের রান তখন ৪ উইকেটে ৪৫। ম্যাচে উত্তেজনা তুমুল।

দিনেশ কার্তিকের অভিজ্ঞ ব্যাটে সেই চাপ সামাল দেয় ভারত। মনিশ পাণ্ডের ১৯ রানের ইনিংসটিও ছিল গুরুত্বপূর্ণ। বোলিংয়ের মতো অভিষেকে ব্যাট হাতেও সামর্থ্যের ছাপ রাখেন ক্রুনাল। শেষ দিকে তার ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে কেটে যায় ভারতের শঙ্কা। আরেক পাশে কার্তিক ৩৪ বলে অপরাজিত থাকেন ৩১ রানে।

টমাস ও ব্র্যাথওয়েটের পাশাপাশি দারুণ বোলিং করেছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের। ওয়েস্ট ইন্ডিজ ভুগেছে পঞ্চম বোলারের সঙ্কটে। কাইরন পোলার্ড ও ফ্যাবিয়ান অ্যালেনের দুই ওভার থেকে এসেছে ২৩ রান। ছোট রানের ম্যাচে যা গড়ে দিয়েছে বড় পার্থক্য।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১০৯/৮ (হোপ ১৪, রামদিন ২, হেটমায়ার ১০, পোলার্ড ১৪, ব্রাভো ৫, পাওয়েল ৪, ব্র্যাথওয়েট ৪, অ্যালেন ২৭, পল ১৫*, পিয়ের ৯*; উমেশ ১/৩৬, খলিল ১/১৬, বুমরাহ ১/২৭, ক্রুনাল ১/১৫, কুলদীপ ৩/১৩)।

ভারত: ১৭.৫ ওভারে ১১০/৫ (রোহিত ৬, ধাওয়ান ৩, রাহুল ১৬, পান্ত ১, মনিশ ১৯, কার্তিক ৩১*, ক্রুনাল ২১*; টমাস ২/২১, পল ০/৩০, ব্র্র্যাথওয়েট ২/১১, পিয়ের ১/১৬, পোলার্ড ০/১২, অ্যালেন ০/১১)।

ফল: ভারত ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: কুলদীপ যাদব