পাকিস্তান ওয়ানডে দল থেকেও বাদ আমির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018 02:27 AM BdST Updated: 03 Nov 2018 02:27 AM BdST
টেস্ট, টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের ওয়ানডে দলেও জায়গা হারালেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন হাফিজ। উপেক্ষিত ছিলেন এশিয়া কাপেও। ইমাদ চলতি বছরে এখনও পর্যন্ত খেলেননি এই সংস্করণে।
কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ। জায়গা ধরে রেখেছেন আসিফ আলি। দলে পেসার চার জন- শাহিন শাহ আফ্রিদি, জুনাইদ খান, হাসান আলি ও উসমান শিনওয়ারি। স্পিন আক্রমণের দায়িত্ব ইমাদ ও শাদাব খানের কাঁধে।
আগামী ৭ ও ৯ নভেম্বর আবু ধাবিতে হবে প্রথম দুটি ওয়ানডে। ১৩ নভেম্বর দুবাইয়ে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডের পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হারিস সোহেল, শাদাব খান, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, জুনাইদ খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে