ইংল্যান্ড ওয়ানডে দলে অলিভার স্টোন

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলিভার স্টোন। ১৬ সদস্যের দলে একমাত্র নতুন মুখ এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 12:49 PM
Updated : 20 Sept 2018, 12:49 PM

ডাম্বুলায় ১০ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিয়ের জন্য প্রথম তিন ওয়ানডে খেলবেন না লিয়াম প্লানকেট। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন ২৪ বছর বয়সী স্টোন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড। চোটের জন্য ভারতের বিপক্ষে শেষ দুটি টেস্টে খেলতে না পারা ক্রিস ওকসও ডাক পেয়েছেন দলে। 

চোটের জন্য শ্রীলঙ্কা সফরের দলে নেই ডেভিড উইলি। তার জায়গায় ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দ্যুতি ছড়ানো স্যাম কারান। দলে আছেন ফিটনেস ফিরে পাওয়া টম কারানও।

ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, অলিভার স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।