স্লগ ওভারের দুর্বলতা কাটাতে ম্যাকেঞ্জির রেসিপি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2018 09:38 PM BdST Updated: 03 Sep 2018 09:38 PM BdST
বল স্টেডিয়াম পার হয়ে যাক বা আছড়ে পড়ুক গ্যালারিতে, কিংবা সীমানা পার হোক কোনো রকমে, রান মিলবে ছয়ই। পেশী শক্তিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে থাকতে পারে, তবে লড়াইয়ে পেছনে দেখতে চান না নিল ম্যাকেঞ্জি। শট খেলার সময় ভালো পজিশনে যাওয়া, গ্যাপ বের করা, বুদ্ধিমত্তা আর স্কিল হিটিং, এসব দিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ পুষিয়ে দিতে চান পাওয়ার হিটিংয়ের ঘাটতি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ছুটি কাটিয়ে সোমবারই এশিয়া কাপের প্রস্তুতি পর্বে যোগ দিয়েছেন ম্যাকেঞ্জি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন ম্যাচ পরিস্থিতি সৃষ্টি করে অনুশীলন করেছে দল। টপ অর্ডার, মিডল অর্ডার, ও লোয়ার মিডল অর্ডারকে বিভিন্ন লক্ষ্য দিয়ে ব্যাটিং করানো হয়েছে। স্লগ ওভার ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্বলতা বরাবরের।
এদিন অনুশীলনে সেটা দেখা হয়ে গেল ম্যাকেঞ্জিরও।
শেষ কয়েক ওভারে বিভিন্ন লক্ষ্য দিয়ে কয়েক দফায় ব্যাটিং করানো হয়েছে আরিফুল হক, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে। বেশির ভাগ সময়ই লক্ষ্য ছুঁতে পারছিল না এই লোয়ার মিডল অর্ডার।
স্লগ ওভারের দাবি পূরণ করার পথ নিয়ে জোর দিয়েই ভাবছেন ম্যাকেঞ্জি। ক্যারিবিয়ানদের মতো পাওয়ার হিটার বাংলাদেশে নেই, এই বাস্তবতা যেমন সত্যি, তেমনি ব্যাটিং কোচ দেখিয়ে দিলেন ঘাটতি পূরণের অন্য বাস্তবতাও।
“টেকনিক্যালি আরও ভালো পজিশনে যেতে পারি। দেখুন, আমরা কোনো বিভ্রমে থাকছি না। আমরা ওয়েস্ট ইন্ডিয়ানদের সঙ্গে লড়াই করছি না, ওরা যেভাবে শট খেলে। তবে স্কিল হিটিংয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি। বৃত্তের ভেতর চার ফিল্ডারকে টার্গেট করতে পারি, কাভারের ওপর দিয়ে বা পয়েন্ট, মিড উইকেট, শর্ট ফাইন লেগের ওপর দিয়ে খেলতে পারি।”

গত কয়েক বছরে ওয়ানডে ব্যাটিংয়ের ধারা বদলে গেছে অনেকটাই। বড় দলগুলি এখন সাড়ে তিনশ-চারশ করছে অনায়াসেই। বাংলাদেশ এখনও সেই জায়গাটায় যেতে পারেনি। তবে দলের ব্যাটিং সামর্থ্যে আস্থা যথেষ্টই আছে ম্যাকেঞ্জির। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের বিশ্বাস, আগামী বিশ্বকাপ নাগাদ আরও উন্নতি হবে ব্যাটিংয়ের।
“সিনিয়র ক্রিকেটাররা কিন্তু যথেষ্টই এগিয়েছে। বাংলাদেশের ব্যাটিং ইউনিট বেশ ভালো। আমার মনে হয়, শক্তির জায়গাগুলো আরেকটু ভালোভাবে কাজে লাগাতে হবে আমাদের। ছেলেদের ব্যাট স্পিড দারুণ, কবজির ব্যবহারও করে খুব ভালো। আমার মনে হয় না, ম্যাচ পরিকল্পনায় ওদেরকে এই ভূমিকাগুলো পালন করতে দেওয়া হয়েছে।”
“অন্য দলগুলির সঙ্গে তুলনায় যাওয়া কঠিন। ৬-৭ মাস পর আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন। তখন ওরা আরও ভালো হবে, আরও টুর্নামেন্ট খেলবে। আমিও ওদেরকে আরও ভালোভাবে জানব।”
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!