শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে উপেক্ষিত মালিঙ্গা

মাঠের দারুণ পারফরম্যান্সেও জাতীয় দলে ফেরা হয়নি লাসিথ মালিঙ্গার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য দেওয়া শ্রীলঙ্কা দলে উপেক্ষিত অভিজ্ঞ এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 05:07 PM
Updated : 8 August 2018, 05:07 PM

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা উইকেট সংগ্রাহক ছিলেন মালিঙ্গা। পাঁচের বেশি উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে তার গড় ও ইকোনমি ছিল সেরা। তবুও ১৫ সদস্যের দলে জায়গা মেলেনি তার। ৩৪ বছর বয়সী মালিঙ্গা সবশেষ দেশের হয়ে খেলেছিলেন গত সেপ্টেম্বরে।

২০১৫ সালে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা বিনুরা ফার্নান্দো ফিরেছেন দলে। ২৩ বছর বয়সী দীর্ঘদেহী বাঁহাতি পেসার গত তিন বছরে খেলেননি কোনো আন্তর্জাতিক ম্যাচ।

২০১৭ সালে সবশেষ টি-টোয়েন্টি খেলা ধনাঞ্জয়া ডি সিলভা ফিরেছেন দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।  

আগামী মঙ্গলবার হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, আকিলা দনাঞ্জয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা, জেফরি ভান্ডারসে।

স্ট্যান্ডবাই: দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিরোশান ডিকভেলা, কাসুন রাজিথা।