ছিটকে গেলেন হেইজেলউডও

চোটের জন্য আগেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সকে হারানো অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যাওয়ার আগে খেয়েছে বড় এক ধাক্কা। চোটের জন্য ছিটকে গেছেন আরেক পেসার জশ হেইজেলউড। তার জায়গায় ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন মাইকেল নেজার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 12:58 PM
Updated : 28 May 2018, 12:58 PM

ব্রিজবেনে গত রোববার বোলিং করেন হেইজেলউড। তবে ব্যথা অনুভব করায় স্ক্যান করানো হয়। অস্ট্রেলিয়ার দলের চিকিৎসক দল ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আলোচনার পর সফর থেকে সরিয়ে নেওয়া হয় হেইজেলউডকে।

হেইজেলউডকে হারানোয় খর্ব শক্তির একটি পেস বোলিং আক্রমণ পাচ্ছেন অধিনায়ক টিম পেইন। পেস বোলিংয়ে ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক আর অ্যান্ড্রু টাইয়ের সঙ্গে যোগ দিলেন ২৮ বছর বয়সী নেজার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ ম্যাচে ৯২ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার নেজার। ৩৮ লিস্ট ‘এ’ ক্রিকেটে তার শিকার ৪১ উইকেট।

আগামী ১৩ জুন লন্ডনের কেনিংটন ওভালে হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, মাইকেল নেজার।