বোল্ট-সাউদির তোপের পর বেয়ারস্টোর প্রতিরোধ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018 12:32 PM BdST Updated: 30 Mar 2018 07:29 PM BdST
৫৮ রানে গুটিয়ে যাওয়ার স্মৃতি এখনও টাটকা। ইংলিশদের আবারও বিপাকে ফেলেছিলেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। তবে অসাধারণ ব্যাটিংয়ে দলকে সেই বিপর্যয় থেকে উদ্ধার করেছেন জনি বেয়ারস্টো।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৯০ রান তুলেছে ইংল্যান্ড।
হ্যাগলি ওভালে শুক্রবার এক পর্যায়ে ৯৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ১৬৭ রানে পড়েছিল সপ্তম উইকেট। কিন্তু বেয়ারস্টো ও মার্ক উডের জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে ইংলিশরা। দিন শেষে ৯৭ রানে অপরাজিত বেয়ারস্টো। প্রথম টেস্ট ফিফটি করে আউট হন উড। সাউদি নিয়েছেন ৫ উইকেট।
টস জিতে বোলিং নেওয়া কিউইরা সাফল্য পেয়ে যায় দ্রুতই। সেরা সময়ের ছায়া হয়ে থাকা অ্যালেস্টার কুক ব্যর্থ এবারও। ম্যাচের তৃতীয় ওভারেই তার স্টাম্প উপড়ে ফেলেন ট্রেন্ট বোল্ট। দারুণ তিনটি চারের পর জেমস ভিন্সকে এলবিডব্লিউ করে দেন সাউদি। ইংল্যান্ডের রান তখন ২ উইকেটে ৩৮।

এই দুই উইকেটের মাঝে ডাভিড মালানকে প্রথম বলেই ফিরিয়ে দেন বোল্ট। ১ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ছন্নছাড়া।
বেয়ারস্টোর প্রতিরোধের শুরু সেখান থেকেই। ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপে তার সঙ্গী বেন স্টোকস। ষষ্ঠ উইকেটে গড়েন দুজন ৫৭ রানের জুটি।
২৫ রান করা স্টোকসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বোল্ট। সাউদি আবার বোলিংয়ে এসে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রডকে।
ইংলিশদের প্রতিরোধের নতুন পর্ব শুরু এরপর। মইন আলি ও ক্রিস ওকস একাদশ থেকে বাদ পড়ায় এই ম্যাচে বেশ দুর্বল ইংল্যান্ডের বিখ্যাত লোয়ার মিডল অর্ডার। তবে সেই ঘাটতি পুষিয়ে দেন উড। ব্যাটিং সামর্থ্যের জন্য ততটা পরিচিত না হলেও এদিন দুর্দান্ত খেলে সঙ্গ দেন বেয়ারস্টোকে।

শেষ পর্যন্ত এই জুটিও ভাঙেন সাউদি। ৭ চার ও ১ ছক্কায় ৬২ বলে ৫২ রান করা উডকে ফিরিয়ে পূরণ করে পঞ্চম উইকেট। টেস্টে ৫ উইকেট পেলেন সপ্তমবার।
অভিষিক্ত স্পিনার জ্যাক লিচকে নিয়ে বাকি সময়টুকু কাটিয়ে দেন বেয়ারস্টো। দিন শেষে ১১ চার ও ১ ছক্কায় বেয়ারস্টো অপরাজিত ৯৭ রানে। দ্বিতীয় দিনে তার সামনে হাতছানি পঞ্চম টেস্ট সেঞ্চুরির।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯০/৮ (কুক ২, স্টোনম্যান ৩৫, ভিন্স ১৮, রুট ৩৭, মালান ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৯৭*, ব্রড ৫, উড ৫২, লিচ ১০*; বোল্ট ৩/৭৯, সাউদি ৫/৬০, ডি গ্র্যান্ডহোম ০/৪৪, ওয়াগনার ০/৬৯, সোধি ০/৩১)।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের