পাপ্পুর ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

ঝড় তুললেন ওপেনার সালাউদ্দিন পাপ্পু। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে লিগে দুই নম্বরে উঠে এসেছে লেজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 12:48 PM
Updated : 12 March 2018, 01:28 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে ২৬ রানে জিতেছে রূপগঞ্জ। ৩১৫ রানের লক্ষ্য তাড়ায় এক বল বাকি থাকতে ২৮৮ রানে গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস।

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পাপ্পু। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাইমের সঙ্গে ১৫০ রানের জুটিতে দলকে নিয়ে যান দুইশ রানের কাছাকাছি।

আগের সেরা ৬০ ছাড়িয়ে পাপ্পু করেন ১২৫ রান। তার ৯৫ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও ৮টি ছক্কায়। দারুণ এই ইনিংসে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

অধিনায়ক নাঈম ইসলাম ৫৩ বলে খেলা অপরাজিত ৬১ রানের ইনিংসে তিনশ ছাড়ায় রূপগঞ্জের সংগ্রহ।

কলাবাগানের হয়ে দুটি করে উইকেট নেন তাইবুর রহমান ও আবুল হাসান।

রান তাড়ায় দুই ফিফটিতে দলকে এগিয়ে নেন শ্রীভাটস গোস্বামী ও মোহাম্মদ আশরাফুল। লিগে প্রথমবারের মতো খেলতে নেমে ৭টি চারে ৭৫ রান করেন ভারতীয় ওপেনার গোস্বামী। আশরাফুল ফিরেন ৬৭ বলে ৬৪ রান করে।

পরের ব্যাটসম্যানরা মেটাতে পারেননি সময়ের দাবি। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি কেউই। শেষের দিকে হাসান, ফারুক হোসেনদের ব্যাটে পরাজয়ের ব্যবধান কমায় কলাবাগান।

৯ ম্যাচে ষষ্ঠ জয় পেল রূপগঞ্জ। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। সমান ম্যাচে সপ্তম পরাজয়ের স্বাদ পেল কলাবাগান।   

সংক্ষিপ্ত স্কোর:

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৪/৫ (মজিদ ২০, পাপ্পু ১২৫, নাইম ৪৫, নাঈম ৬১*, রসুল ৩২, নাজমুল ১২, তুষার ১০*; শাহাদাত ০/৫০, হাসান ২/৪৯, নাবিল ০/৩৩, ফেরদৌস ০/৫৯, মুক্তার ০/৭৩, মাহমুদুল ০/২৮, তাইবুর ২/১৯)

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.৫ ওভারে ২৮৮ (গোস্বামী ৭৫, তাসামুল ২৩, আশরাফুল ৬৪, তাইবুর ২, মাহমুদুল ৩০, মুক্তার ৪, হাসান ৩৪, ফারুক ২৯, শাহাদ্ত ২, ফেরদৌস ১৪, নাবিল ২*; শহীদ ২/৬২ রসুল ৩/৫০, মোশাররফ ১/৫৯, আসিফ ৩/৪৩, শরীফ ০/১৭, নাঈম ১/৫২)

ফল: লেজেন্সড অব রূপগঞ্জ ২৬ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সালাউদ্দিন পাপ্পু