ইউসুফ পাঠানের ঝড় ছাপিয়ে নায়ক জহুরুল-আসিফ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2018 06:41 PM BdST Updated: 10 Mar 2018 06:41 PM BdST
ইউসুফ পাঠানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জহুরুল ইসলামের সেঞ্চুরি ও আসিফ আহমেদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে শিরোপাধারী গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে জহুরুলের দল। ২৫৮ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মেহরাব হোসেন জুনিয়রের উইকেট হারায় প্রাইম ব্যাংক। প্রথম চার ব্যাটসম্যানের বাকি তিন জনই ফিরেন থিতু হয়ে।
৩৭তম ওভারে ১৮৩ রানে ৭ উইকেট হারানো দলটি আড়াইশ পার হয় ইউসুফের দৃঢ়তায়। ভারতীয় এই ব্যাটসম্যান ৬০ বলে চারটি করে ছক্কা-চারে খেলেন অপরাজিত ৭২ রানের ঝড়ো ইনিংস।
৫৩ রানে ৪ উইকেট নিয়ে গাজীর সেরা বোলার অফ স্পিনার নাঈম হাসান।
রান তাড়ায় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া গাজীকে পথ দেখান জহুরুল ও আসিফ। সেঞ্চুরি ছোঁয়ার পর আহত হয়ে মাঠ ছাড়েন ম্যাচ সেরা জহুরুল। অধিনায়ক ১১৩ বলে ৮টি চার ও তিনটি ছক্কায় করেন ১০৩ রান।
ফাওয়াদ আলমকে নিয়ে বাকিটা সারেন আসিফ। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ১০৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন ৯১ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ ৩১ বলে অপরাজিত থাকেন ২৯ রানে।
নয় ম্যাচে চতুর্থ জয় পেল গাজী। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫৭/৯ (মারুফ ৩২, মেহরাব জুনিয়র ১, জাকির ৪৪, আল আমিন ৩৭, সাজ্জাদুল ১১, নাহিদুল ৬, ইউসুফ ৭২*, দেলোয়ার ২৭, মনির ১৫, শরিফুল ০, এনামুল ৩*; মেহেদি ০/৫০, টিপু ১/৩৪, নাঈম ৪/৫৩, রাব্বি ০/৫০, ফাওয়াদ ০/৫১, মুমিনুল ১/১৮)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৮.৪ ওভারে ২৫৮/৩ (জহুরুল আহত অবসর ১০৩, মেহেদি ২২, মুমিনুল ৪, শফিউল ৬, আসিফ ৯১*, ফাওয়াদ ২৯*; শরিফুল ০/৪৮, এনামুল জুনিয়র ২/৫২ নাহিদুল ১/৪২, মনির ০/৩৬, দেলোয়ার ০/২২, আল আমিন জুনিয়র ০/১৫, ইউসুফ ০/৪১)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি