তাসামুল, আশরাফুলের সেঞ্চুরিতে কলাবাগানের জয়

প্রথম চার ম্যাচে ব্যর্থতার পর রানের দেখা পেলেন তাসামুল হক। টানা দুই ম্যাচে শূন্য রানে ফেরা মোহাম্মদ আশরাফুল পেলেন রান। দুই টপ অর্ডার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাল কলাবাগান ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 12:24 PM
Updated : 4 March 2018, 12:24 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে কলাবাগান। অগ্রণী ব্যাংকের ২৫২ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় মুক্তার আলীর দল।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আজমির আহমেদ ও শাহরিয়ার নাফীসের ব্যাটে শুরুটা ভালো হয় অগ্রণী ব্যাংকের। ৬৬ বলে ৫৮ রান করা আজমিরের বিদায়ে ভাঙে ১২৮ রানের উদ্বোধনী জুটি।

এরপর আর তেমন কোনো জুটি পায়নি অগ্রণী ব্যাংক। দলকে দুইশ রানের কাছে নিয়ে ফিরেন শাহরিয়ার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি বাঁহাতি এই ওপেনার। ১২৫ বলে খেলা তার ৯৯ রানের ইনিংসটি গড়া ১৪টি চার ও একটি ছক্কায়।

ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। দুই ওপেনারের বাইরে বিশের ঘরে যান কেবল জাহিদ জাভেদ (২০)। অনেক বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে আড়াইশ রানে থামে অগ্রণী ব্যাংক।

৩৪ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার আকবর উর রেহমান। অধিনায়ক মুক্তার ২ উইকেট নেন ৪৩ রানে। 

রান তাড়ায় শুরুতেই জসিম উদ্দিনকে হারায় কলাবাগান। দ্বিতীয় উইকেটে তাসামুল-আশরাফুলের ১৮৮ রানের জুটি দলকে নিয়ে যায় সহজ জয়ের পথে।

লিগে আগের চার ইনিংস মিলিয়ে ৩৮ রান করা তাসামুল পান লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। ১১৫ বলে খেলা তার ১০৬ রানের ইনিংসটি গড়া ১২টি চারে।

আবুল হাসান, আকবর ও মুক্তারের দ্রুত বিদায়ে খানিকটা চাপে পড়ে যায় কলাবাগান। তবে দুই ছক্কায় দলকে জয়ের বন্দরে নিয়ে যান তাইবুর রহমান।

ম্যাচ সেরা আশরাফুল অপরাজিত থাকেন ১০২ রানে। তার ১৩৬ বলের ইনিংসটি সাজানো ১০টি চারে। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

অগ্রণী ব্যাংকের দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।

সাত ম্যাচে দ্বিতীয় জয় পেল কলাবাগান। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল অগ্রণী ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫২/৯ (আজমির ৫৮, শাহরিয়ার ৯৯, রাজা ১৫, ধীমান ২, জাভেদ ২০, সালমান ৭, সায়মন ১৫, রাজ্জাক ১১, শফিউল ৪, ইশাক ১০*, আল আমিন ৭*; মুক্তার ২/৪৩, নাহিদ ১/৩৯, সঞ্জিত ০/২৩, মাহমুদুল ২/৫৬, আকবর ৩/৩৪, ফেরদৌস ০/৯, হাসান ০/২৪, আশরাফুল ১/২৩)

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৮.৪ ওভারে ২৫৬/৫ (তাসামুল ১০৬, জসিম ১০, আশরাফুল ১০২*, হাসান ৩, আকবর ৪, মুক্তার ৫, তাইবুর ১৫*; আল আমিন ২/২৭, শফিউল ২/৪৭, রাজ্জাক ০/৩১, ইশাক ০/৩৭, রাজা ১/৬৮, আজমির ০/৩৩, সালমান ০/৭)

ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল