স্টার্ক-লায়নের ছোবলে লড়লেন কেবল ডি ভিলিয়ার্স

প্রথম দিনে দুই দল ছিল প্রায় সমতায়। দ্বিতীয় দিনে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে অনেকটাই ব্যবধান গড়ে নিল অস্ট্রেলিয়া। কেশভ মহারাজের দারুণ বোলিংয়েও দুর্দান্ত ব্যাট করে দলকে সাড়ে তিনশ পার করালেন মিচেল মার্শ। এরপর মিচেল স্টার্ক ও নাথান লায়ন দুর্দান্ত বোলিংয়ে গুঁড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। লড়লেন কেবল এবি ডি ভিলিয়ার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2018, 04:36 PM
Updated : 2 March 2018, 04:36 PM

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার প্রথম ইনিংসে ৩৫১ রান করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানেই। অস্ট্রেলিয়ার লিড ১৮৯ রানের।

৫ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের শুরুতে হারায় তারা টিম পেইনকে। মার্শকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি প্যাট কামিন্সও। তবে স্টার্ক উইকেটে গিয়েই তোলেন ঝড়। চারটি চার ও দুই ছক্কায় ২৫ বলে করেন ৩৫।

মহারাজের দারুণ এক ডেলিভারিতে স্টার্ক ফিরে গেলেও লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান মার্শ। সেঞ্চুরিটা যখন হাতের নাগালে, ফিরেছেন তখনই। উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ৯৬ রানে।

১২৩ রানে ৫ উইকেট নেন মহারাজ। ১৭ টেস্টে এই বাঁহাতি স্পিনার ৫ উইকেট পেলেন চতুর্থবার।

ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ভিতের পর দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ান বোলাররা। তবে পেস ও স্পিনের ভূমিকা ছিল উল্টো। তুলনামূলক নতুন বলে ছোবল দিয়েছেন অফ স্পিনার নাথান লায়ন। পুরোনো বলে রিভার্স সু্ইংয়ের ঝড় তুলেছেন স্টার্ক।

নতুন বলে পেস বোলিংয়ের ৭ ওভার ভালোই কাটিয়ে দিয়েছিল দুই প্রোটিয়া ওপেনার। অষ্টম ওভারে লায়নকে আক্রমণে আনলেন স্টিভেন স্মিথ। পাল্টে গেল রঙ। প্রথম ওভারেই দুই উইকেট। দারুণ এক ফিরতি ক্যাচে ডিন এলগারকে ফেরানোর পর লায়ন হাশিম আমলাকে আউট করলেন রান করার আগেই।

চা-বিরতির ঠিক আগে দক্ষিণ আফ্রিকা হজম করে আরেকটা বড় ধাক্কা। বেশ আত্মবিশ্বাসে খেলতে থাকা এইডেন মারক্রামকে শর্ট বলে ফেরান প্যাট কামিন্স।

ডি ভিলিয়ার্স শুরু থেকেই খেলেছেন দারুণ। সতীর্থরা যেখানে ধুঁকেছে, সেই একই উইকেটে একই বোলিং আক্রমণের বিপক্ষে তিনি ছিলেন সাবলীল। খেলেছেন দুর্দান্ত সব শট।

ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করছিলেন ফাফ দু প্লেসি। নতুন বলে বিবর্ণ স্টার্কের তখন দৃশ্যপটে আগমণ পুরোনো বলে। দারুণ দুটি ডেলিভারিতে ফিরিয়ে দেন দু প্লেসি ও ডি ব্রুইনকে।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে বাজে ফর্মে থাকা কুইন্টন ডি কক ইঙ্গিত দিয়েছিলেন ফর্মে ফেরার। তাকে ২০ রানে থামিয়েছেন লায়ন।

এরপর দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন দিয়েছেন স্টার্ক। তার রিভার্স সুইংয়ের জবাব জানা ছিল না প্রোটিয়াদের। ডি ভিলিয়ার্সকে এক প্রান্তে অসহায় দাঁড়িয়ে রেখে শেষ করে দিয়েছেন ইনিংস। ১২ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

৭১ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক, টেস্টে তার নবম ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১০ ওভারে ৩৫১ (আগের দিন ২২৫/৫) (মিচেল মার্শ ৯৬, পেইন ২৫, কামিন্স ৩, স্টার্ক ৩৫, লায়ন ১২, হেইজেলউড ২*; মর্কেল ০/৭৫, ফিল্যান্ডার ৩/৫৯, মহারাজ ৫/১২৩, রাবাদা ২/৭৪, মারক্রাম ০/২, ডি ব্রুইন ০/৬)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫১.৪ ওভারে ১৬২ (এলগার ৭, মারক্রাম ৩২, আমলা ০, ডি ভিলিয়ার্স ৭১*, দু প্লেসি ১৫, ডি ব্রুইন ৬, ডি কক ২০, ফিল্যান্ডার ৮, মহারাজ ০, রাবাদা ৩, মর্কেল ০; স্টার্ক ৫/৩৪, হেইজেলউড ১/৩১, লায়ন ৩/৫০, কামিন্স ১/৪৭)