মুস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএলে ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার আঁটসাঁট বোলিং করে চলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। কিন্তু টুর্নামেন্টে হেরেই চলেছে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 08:02 PM
Updated : 26 Feb 2018, 08:02 PM

নিজেদের তৃতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ২৭ রানে হেরেছে লাহোর। ১৫৯ রান তাড়ায় দলটি থামে ১৩২ রানে।   

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই ফিরিয়ে দেন বাবর আজমকে। মুখোমুখি হওয়া প্রথম বল ব্যাটে খেলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। লেগ-মিডল স্টাম্পের ফুল লেংথ বলে ফিরে যান এলবিডব্লিউ হয়ে।

সেই ওভারটি মেডেন নেন মুস্তাফিজ। পিএসএলে তার প্রথম। পরের তিন ওভারে আর উইকেট পাননি বাঁহাতি পেসার। তবে খুব বেশি রানও দেননি। ৪ ওভারে ১৩টি বল ডট করান তিনি।

এর আগে প্রথম ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। পরের ম্যাচে দুই ওভারে ১০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।