মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2018 06:26 PM BdST Updated: 26 Feb 2018 06:26 PM BdST
দুর্দান্ত গতিতে ছুটে চলা আবাহনীর সামনে টিকতে পারল না মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে লিগে ষষ্ঠ জয় পেয়েছে নাসির হোসেনের দল। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল মাশরাফি বিন মুর্তজা। ফিফটি পেয়েছেন এনামুল হক ও অধিনায়ক নাসির।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ১১২ রানে জিতেছে আবাহনী। ২৫৯ রান তাড়ায় ১৪৭ রানে গুটিয়ে যায় মোহামেডান। তখনও বাকি ছিল ১১৬ বল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় আবাহনী। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন এনামুল। দলের সংগ্রহ একশ ছোঁয়ার পর ফিরে যান এই ওপেনার।
৮১ বলে ৪টি চার আর দুটি ছক্কায় ৬৩ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাচ সেরা এনামুল।
নাসিরের সঙ্গে ৬৪ রানের ভালো একটি জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। রনি তালুকদারের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে শেষ হয় তার ৪৫ বলে খেলা ৪৭ রানের দারুণ ইনিংস।
মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ ফিরেন দ্রুত। রানের গতি বাড়ানোর দাবি মেটান মাশরাফি। ১৭ বলে দুটি ছক্কা একটি চারে করেন ২৬ রান। তার আগেই ৬৭ রান করে ফিরে যান নাসির।
২৬ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার পেসার মোহাম্মদ আজিম।
রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় মোহামেডান। জনি তালুকদারকে ফিরিয়ে দেন মাশরাফি। অভিজ্ঞ এই পেসার পরে বিদায় করেন অধিনায়ক শামসুর রহমানকে।

ইরফান শুক্কুর ও রকিবুল হাসানের ৩৮ রানের জুটিতে ৩ উইকেটে ১০০ রানের ভালো ভিতের ওপর দাঁড়ায় মোহামেডান। নাটকীয় ধসে এরপর মাত্র ৪৭ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি।
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ইরফানকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন সানজামুল ইসলাম। রকিবুলকে বোল্ড করে দেন তাসকিন। লেজটা দ্রুত ছেটে দেন ভারতীয় পেসার মানপ্রীত গনি ও অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ।
মিরাজ ও মাশরাফি নেন তিনটি করে উইকেট। গনি দুটি।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৪৯.৪ ওভারে ২৫৯ (এনামুল ৬৩, সাইফ ২, শান্ত ২৬, মিঠুন ৪৭, নাসির ৬৭, মোসাদ্দেক ২, মিরাজ ৯, মাশরাফি ২৬, গনি ১, সানজামুল ৫*, তাসকিন ১; বিপুল ১/২৯, শুভাশিস ১/৫০, আজিম ৩/২৬, অনিক ১/৬৯, তাইজুল ১/৫৭, এনামুল ১/২৪)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৩০.৪ ওভারে ১৪৭ (জনি ১, রনি ৩৫, শামসুর ৩, ইরফান ৪০, রকিবুল ২৮, বিপুল ৭, এনামুল ৯, তাইজুল ৮, অনিক ০, শুভাশিস ৩*, আজিম ০; মাশরাফি ৩/৩৭, গনি ২/২৫, সানজামুল ১/১৭, মিরাজ ৩/২৮, নাসির ০/১০, তাসকিন ১/২৩)
ফল: আবাহনী ১১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন