মাহিদুলের কাছে ম্লান জহুরুলের সেঞ্চুরি

প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন। ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান তৃতীয় ম্যাচে এসে দেখালেন নিজের সামর্থ্যের প্রমাণ। তার দারুণ ফিফটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 12:39 PM
Updated : 13 Feb 2018, 12:39 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে খেলাঘর। শিরোপাধারীদের ২৪৭ রান ৯ বল হাতে রেখে পেরিয়ে যায় নাফিস ইকবালের দল।

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারায় গাজী। মুমিনুল হকের সঙ্গে ৭২ রানের জুটিতে ধাক্কা সামাল দেন জহুরুল।

জাকের আলী ও নাদিফ চৌধুরীর দ্রুত বিদায়ে আবার চাপে পড়ে গাজী। রজত ভাটিয়ার সঙ্গে ১০০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন জহুরুল। ৭৫ বলে ফিফটি পাওয়া অধিনায়ক তিন অঙ্কে যান ১৪০ বলে। শেষ পর্যন্ত ফিরেন ১৪২ বলে ১০২ রান করে।

ভারতীয় অলরাউন্ডার ভাটিয়ার ৬০ বলে অপরাজিত ৬১ রানে আড়াইশ রানের কাছাকাছি যায় গাজীর সংগ্রহ।

রান তাড়ায় রবিউল ইসলাম রবির সঙ্গে ৫০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন নাফিস। রবির বিদায়ের খানিক পর ফিরে যান অধিনায়কও।

অমিত মজুমদারের সঙ্গে ৩৯ রানের জুটিতে দলের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান মাহিদুল। অশোক মেনারিয়ার সঙ্গে তার ১০৩ রানের জুটিতে ম্যাচ মুঠোয় নেয় খেলাঘর।

ম্যাচ সেরা মাহিদুল ১০৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ফিরেন ৮৫ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার প্রথম ফিফটি। দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে বিদায় নেন মেনারিয়া। দুটি করে ছক্কা চার ভারতীয় অলরাউন্ডার ৫০ বলে করেন ৫১ রান।

মইনুল ইসলামকে নিয়ে বাকিটা সহজেই সারেন নাজিম উদ্দিন। লিগে তিন ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পায় গাজী।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৪৭/৫ (জহুরুল ১০২, ইমরুল ১৪, মুমিনুল ৪৬, জাকের ১১, নাদিফ ২, ভাটিয়া ৬১*, নুরুজ্জামান ৩*; সাদ্দাম ১/৪২, মাহমুদ ১/৫০, রবি ০/১৮, মেনারিয়া ০/৩৬, রাফসান ১/১২, তানভীর ১/৫১, মইনুল ০/৩৭)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৮.৩ ওভারে ২৪৯/৫ (রবি ৩২, নাফিস ২৮, মাহিদুল ৮৫, অমিত ২৪, মেনারিয়া ৫১, নাজিম ১৪*, মইনুল ৬*; রাব্বি ১/৬০, ইয়াসিন ০/২০, রুহেল ১/৪৯, নুরুজ্জামান ০/২৫, মুমিনুল ১/১২, ভাটিয়া ০/৩০, নাঈম ২/৪৮)