এমন উইকেট চায়নি বাংলাদেশ দল

আরেকটি ফাইনাল হারার হতাশা আছে। ব্যাটিং ব্যর্থতার দায় মেনে নেওয়ার মানসিকতা আছে। পাশাপাশি বাংলাদেশ শিবিরে আছে একটি চাপা ক্ষোভ। যেমন উইকেট আশা করেছিল দল, ঘরের মাঠেও মেলেনি তেমন উইকেট!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 04:51 PM
Updated : 27 Jan 2018, 05:42 PM

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের উইকেট ছিল বেশ মন্থর। বল ব্যাটে এসেছে ধীরে। শট খেলা ছিল কঠিন। সবচেয়ে বড় সমস্যা যেটি ছিল, গতি ছিল দুরকমের। ধুঁকেছে তাই দুই দলের ব্যাটসম্যানরাই। তবে বাংলাদেশই ধুঁকেছে বেশি। শ্রীলঙ্কার ২২১ রান তাড়ায় বাংলাদেশ থমকে গেছে ১৪২ রানেই।

উইকেট যত বাজেই থাকুক, ২২২ রান তাড়ায় জেতা উচিত ছিল, সেটি মেনে নিতে কার্পণ্য নেই মাশরাফির। অধিনায়ক হারের দায় দিচ্ছেন নিজেদের ব্যর্থতাকেই। তবে উইকেটের প্রশ্নে মাশরাফির কথায় উঠে এলো দলের মনোভাবও।

“অবশ্যই আমরা ভালো উইকেট চেয়েছিলাম। শুরু থেকেই বলেছি, প্রথম ম্যাচ থেকেই চেয়েছি, হাই স্কোরিং উইকেটে ব্যাটিং করতে চাই। বোলিংয়ে আমাদের চারজন পেসার আছে, সাকিব ছিল। নাসির খেলেছে, মিরাজ খেলেছে। আমাদের বোলিং ইউনিট শক্তিশালই ছিল। আমরা সব সময় চেয়েছি ভাল উইকেটে খেলতে। একটা ম্যাচ কেবল শ্রীলঙ্কার সঙ্গে তিনশ করেছিলাম। প্রতি ম্যাচেই অন্তত ২৭০-৮০, তিনশ রানের উইকেটে খেলতে চেয়েছি আমরা।”

অধিনায়কের কথায় উইকেট নিয়ে অসন্তুষ্টির রেশ দেখে আবার সরাসরিই প্রশ্ন হলো, চাওয়া মত উইকেট পেয়েছে কিনা দল। অধিনায়কের সতর্ক উত্তর, “এখন এটা নিয়ে এখানে আসলে বলার নাই। যেটা আমরা বলেছি, প্রথম ম্যাচ থেকেই চেয়েছি ভালো উইকেট।”

উইকেটের সমালোচনা করায় তামিম ইকবালের জরিমানাসহ সম্প্রতি দেশের ক্রিকেটে যা হয়ে গিয়েছে, সেসব নিশ্চয়ই মাথায় ছিল মাশরাফির। প্রতিক্রিয়াতেও তাই থাকলেন সাবধানী। তবে দলের মনোভাবনা স্পষ্টই ফুটে উঠেছে, দেশের মাটিতেও প্রত্যাশা মতো উইকেট পায়নি বাংলাদেশ।