২ কোটি রুপিতে সানরাইজার্সে সাকিব

আইপিএল ক্যারিয়ারের শুরু থেকে সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সে থাকা সাকিব আল হাসান এবার খেলবেন নতুন দলে। ২ কোটি রুপিতে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 05:44 AM
Updated : 27 Jan 2018, 09:50 AM

গত দুই মৌসুমে সানরাইজার্সে ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। শনিবার নিলামে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স। নিলামে পরে উঠবে মুস্তাফিজের নামও।

সাকিবের ভিত্তিমূল্য ছিল এবার ১ কোটি রুপি। প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স। পরে নিলামে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে খুব বেশি এগোয়নি লড়াই। ২ কোটিতেই তাকে পেয়ে যায় সানরাইজার্স।

২০১১ আইপিএলে প্রথমবার সাকিবকে নিয়েছিল কলকাতা ৪ লাখ ২৫ হাজার ডলারে। ২০১৪ আইপিএলের নিলামে আবার তারা সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। এবার আর সাকিবের প্রতি আগ্রহী হয়নি দলটি। সাত মৌসুমের মধ্যে সাকিব খেলেছেন ছয় মৌসুমে।

দুই দিনব্যাপী নিলামের প্রথম সকালে সবচেয়ে বড় ঝড় তুলেছেন বেন স্টোকস। যদিও গতবারের মত পারিশ্রমিক পাচ্ছেন না ইংলিশ অলরাউন্ডার। ২ কোটি ভিত্তি মূল্যের স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে আইপিএলে ফিরে আসা রাজস্থান রয়্যালস। ১৪ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিকে আগের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি।

প্রথম ডাকে ক্রিস গেইলকে নেয়নি কোনো দল। প্রথমবার আইপিএলের নিলামে নাম উঠিয়ে দল পাননি জো রুটও। তবে পরে আবার নিলামে উঠবে তাদের নাম।

কাইরন পোলার্ডকে ৫ কোটি ৪০ লাখে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ কোটি ৬০ লাখ রুপিতে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন চেন্নাই সুপার কিংসে। শিখর ধাওয়ান ৫ কোটি ২০ লাখ রুপিতে তার পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদে।

অজিঙ্কা রাহানেকে ৪ কোটি রুপিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফাফ দু প্লেসি ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে। মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সে খেলবেন ৯ কোটি ৪০ লাখ রুপিতে, হরভজন সিং ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে।

গ্লেন ম্যাক্সওয়েল এবার ৯ কোটি রুপিতে খেলবেন দিল্লি ডেয়ারডেভিলসে। একই দলে খেলবেন গৌতম গম্ভীর। গত কয়েক আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারদের একজন এবার পাচ্ছেন মাত্র ২ কোটি ৮০ লাখ রুপি।

৬ কোটি ৪০ লাখ রুপিতে ডোয়াইন ব্রাভোকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ৩ কোটি রুপিতে সানরাইজার্সে কেন উইলিয়ামসন।