‘উইকেট খারাপ ছিল না’

প্রথম ম্যাচে যে দলের বিপক্ষে রান ৩২০, ফিরতি ম্যাচে সেই দলের বিপক্ষেই বাংলাদেশ অলআউট ৮২ রানে। খেলা না দেখে থাকলে সবার আগে প্রশ্ন জাগে, উইকেট কেমন ছিল? তবে যারা খেলা দেখেছেন, তারা জানেন উইকেট ছিল না ভয়াবহ। যারা খেলেছেন, তাদের কণ্ঠেও একই কথা। উইকেটে সমস্যা ছিল না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 01:03 PM
Updated : 25 Jan 2018, 01:03 PM

ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা ২৪ ওভারেই।

ম্যাচ শেষে প্রশ্ন উঠল, উইকেটে কোনো সমস্যা ছিল কিনা। মাশরাফি জানালেন, দলের কোনো অভিযোগ নেই।

“তামিম একটু আচমকা বাউন্সে আউট হয়েছে। কিন্তু এরপরও তামিম অভিযোগ করেনি। সাকিব দুইটা শটে বাউন্ডারির পর ভাল অনুভব করছিল। যারা মোটামুটি সময় কাটিয়েছে, তারা বলেছে যে উইকেট ততটা খারাপ ছিল না। মুশফিকও কিন্তু আজ ভাল ব্যাট করছিল। ওই পাশ থেকে সমর্থন পায়নি। আমি আশা করছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে তারা আরেকটু সময় কাটাক। আজকে ব্যাটসম্যানরা বলেছে, ভালো উইকেট। কাজেই অভিযোগের জায়গা তো দেখি না।”

উইকেট যে ব্যাটিংয়ের জন্য বাজে ছিল না, সেটির প্রমাণ মিলেছে পরের ইনিংসেও। রান তাড়ায় মাত্র ১১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই জিতে যায় শ্রীলঙ্কা।