দেশে ফিরে গেছেন ম্যাথিউস

আগে জানানো হয়েছিল, বাইরে থাকতে হবে দুটি ম্যাচে। কিন্তু সেই দুই ম্যাচের দ্বিতীয়টির দিন সকালেই দেশে ফিরে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে আর নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 02:51 PM
Updated : 21 Jan 2018, 02:51 PM

এই সিরিজ দিয়েই শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছিলেন ম্যাথিউস। কিন্তু তার হ্যামস্ট্রিংয়ে টান লাগে প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের মাত্রা দেখে শুরুতে ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সফরের বাকি পুরোটাই খেলতে পারবেন না ম্যাথিউস। পরে আরও কয়েকটি স্ক্যানের পর বলা হয়েছিল, দুটি ম্যাচে তাকে পাবে না শ্রীলঙ্কা। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হওয়ার কথা সেই দুই ম্যাচ।

কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল জানালেন ম্যাথিউসের ফিরে যাওয়ার খবর।

“এই টুর্নামেন্টে আমরা আর অ্যাঞ্জেলোকে পাচ্ছি না। আজকে সকালেই সে দেশে ফিরে গেছে। টেস্ট সিরিজে পাওয়া যাবে কিনা, আমি ঠিক এখনও নিশ্চিত নই।”

ত্রিদেশীয় সিরিজে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। ম্যাথিউসের অনুপস্থিতিতে চান্দিমালই দেবেন নেতৃত্ব।