ম্যাথিউসকে দুই ম্যাচে পাচ্ছে না শ্রীলঙ্কা

তাকে আবার নেতৃত্ব দেওয়ার সময় সবচেয়ে বড় শঙ্কা ছিল এটিই। সেই শঙ্কাই এলো সত্যি হয়ে। নেতৃত্ব ফিরে পাওয়ার শুরুতেই আবার চোটের ছোবল। বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে খেলতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া অধিনায়ককে পরের ম্যাচেও পাবে না শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 10:42 AM
Updated : 19 Jan 2018, 10:42 AM

খারাপ খবরের মাঝেও অবশ্য খানিকটা স্বস্তি পেতে পারে শ্রীলঙ্কা। শুরুতে আশঙ্কা করা হচ্ছিল আরও বড় কিছুর। প্রথম স্ক্যানের পর ধারণা করা হচ্ছিল পুরো সফর থেকেই ছিটকে যাবেন ম্যাথিউস।

পরে আরও কিছু স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, চোট অতটা গুরুতর নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে পারছেন না; পারবেন না রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি খেলতে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাথিউসের। ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে বসবাস তার। মাঠের ভেতরের চেয়ে বাইরে থাকতে হয়েছে বেশি সময়। বেশি ভুগিয়েছে এই হ্যামস্ট্রিংই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।