বড় লক্ষ্য তাড়ায় বিপদে শ্রীলঙ্কা

দিনের খেলা তখন শেষ ভাগে। কমে এসেছে আলো। আম্পায়ার নাইজেল লং লাইট মিটারে আলো পরীক্ষা করে বললেন খেলা চালিয়ে যেতে। রবীন্দ্র জাদেজার ওই ওভারেই শ্রীলঙ্কা হারাল ২ উইকেট। ১৩ ওভার বাকি থাকলেও আলোক স্বল্পতায় ওই ওভারের পরই শেষ দিনের খেলা। কিন্তু সর্বনাশা ওই ওভারেই চোট পেল শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানোর আশা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 01:32 PM
Updated : 5 Dec 2017, 01:32 PM

দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৫ উইকেটে ২৪৬ রানে। ৪১০ রানের লক্ষ্যে খেলতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৩১।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৬ রান নিয়ে সকালে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে ১৬৪ রানে থামিয়ে দেন ইশান্ত শর্মা। দল অলআউট ৩৭৩ রানে।

ভারত দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ছুটেছে দ্রুত রান তোলার পথে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় অবশ্য এবার টিকতে পারেননি। পারেননি অজিঙ্কা রাহানেও।

সতীর্থদের রান বন্যার সিরিজটি দু:স্বপ্নের মত কাটল রাহানের। সিরিজের শেষ ইনিংসে তিন নম্বরে সুযোগ পেয়েও পারলেন না কাজে লাগাতে। সিরিজের ৫ ইনিংসে তার রান ৪, ০, ২, ১ ও ১০!

বাকিদের ব্যাটে যথারীতি রান এসেছে স্রোতের মত। ৩২তম জন্মদিনে ৯১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। স্পর্শ করেছেন টেস্টে ২ হাজার ও প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান।

ওয়ানডে ঘরানায় ব্যাট করেছেন বাকিরাও। ৬৬ বলে ৪৯ রান করেছেন চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ২৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে কোহলি করেছেন ৫৮ বলে ৫০। আর ৪৯ বলে ৫০ রানে অপরাজিত রোহিত। ইনিংস ঘোষণা করে ভারত।

বোলিংয়ে যথারীতি ভারতকে শুরুতে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ শামি। এরপর জাদেজার ওই দুই ছোবল। শেষ দিনের চ্যালেঞ্জের আগেই তাই নড়বড়ে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৫৩৬/৭ (ডি.)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৭৩

ভারত ২য় ইনিংস: ৫২.২ ওভারে ২৪৬/৫ (ডি.) (বিজয় ৯, ধাওয়ান ৬৭, রাহানে ১০, পুজারা ৪৯, কোহলি ৫০, রোহিত ৫০*, জাদেজা ৪*; লাকমল ১/৬০, গামাগে ১/৪৮, দিলরুয়ান ১/৫৪, ধনঞ্জয়া ১/৩১, সান্দাকান ১/৫০)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১০) ১৬ ওভারে ৩১/৩ (করুনারত্নে ১৩, সামারাবিক্রমা ৫, ধনঞ্জয়া ১৩*, লাকমল ০, ম্যাথিউস ০; ইশান্ত ০/৬, শামি ১/৮, অশ্বিন ০/১২, জাদেজা ২/৫)।