আগের টেস্টে ৫১ রানে আউট হওয়ামার্শ করেছেন অপরাজিত সেঞ্চুরি। টিম পেইন করেছেন গুরুত্বপূর্ণ ৫৭। দুজনের জুটিতেই ম্যাচেনিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয়দিনে রোববার প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডদিন শেষ করেছে ১ উইকেটে ২৯ রানে।
সকালে শুরুটা দারুণ করেছিলইংল্যান্ড। দিনের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডের অনেকটা ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউপিটার হ্যান্ডসকম।
নতুন বলে তখন দারুণ সুইং পাচ্ছিলেনব্রড ও অ্যান্ডারসন। ব্যাটিং মনে হচ্ছিল বেশ কঠিন। পেইন উইকেটে গিয়ে দারুণ কিছু শটখেলে চাপটা ফিরিয়ে দেন ইংলিশদের। আস্তে আস্তে আবার লাগাম নেয় অস্ট্রেলিয়া।
ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটিগড়েন দুজন। তৃতীয় টেস্ট ফিফটির পর পেইন আউট হন ক্রেইগ ওভারটনের বাউন্সারে ক্যাচ দিয়ে।
এরপর মিচেল স্টার্ক বেশিক্ষণটেকেননি। তবে গত টেস্টের মত আবারও প্যাট কামিন্স ব্যাট হাতে ভোগান ইংলিশদের। মার্শ-কামিন্সেরজুটিতে বাড়ে রানের গতি। পুরোনো বলে বেশি কিছু করতে পাচ্ছিলেন না ইংলিশ পেসাররা। স্পিনেমইন আলি ছিলেন আবারও বিবর্ণ।
অষ্টম উইকেটে মার্শ-কামিন্সগড়েন ৯৯ রানের জুটি। কামিন্স ফিরেছেন ৪৪ রানে। মার্শ করেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি।তবে দেশের মাটিতে প্রথম।
দিনের খেলার ২০ ওভার বাকিথাকতেই সাহসী সিদ্ধান্তে ইনিংস ঘোষণা করে দেন স্টিভেন স্মিথ। ১৫ চার ও ১ ছক্কায় মার্শতখন অপরাজিত ১২৬ রানে।
বোলিংয়ে অবশ্য ২০ ওভার পায়নিঅস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা শেষ হয়েছে আগেই। তবে মিচেল স্টার্ক এর মধ্যেই ফিরিয়ে দিয়েছেনমার্ক স্টোনম্যানকে। তৃতীয় দিনে ইংলিশদের অপেক্ষায় কঠিন পরীক্ষা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৪৯ওভারে ৪৪২/৮ (আগের দিন ২০৯/৪) (হ্যান্ডসকম ৩৬, মার্শ ১২৬*, পেইন ৫৭, স্টার্ক ৬, কামিন্স৪৪, লায়ন ১০*; অ্যান্ডারসন ১/৭৪, ব্রড ২/৭২, ওকস ১/৮৪, ওভারটন ৩/১০৫, মইন ০/৭৯, রুট০/১৬)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯.১ ওভারে২৯/১ (কুক ১১*, স্টোনম্যান ১৮, ভিন্স ০*, স্টার্ক ১/১৩, হেইজেলউড ০/১৬, কামিন্স ০/০)।