সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড স্পর্শ রাব্বির

এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই এমন অভিজ্ঞতা হলো কামরুল ইসলাম রাব্বির, যেটির স্বাদ পেতে চায় না কোনো বোলারই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 05:44 PM
Updated : 7 Nov 2017, 05:45 PM

সিলেট সিক্সার্সের এই পেসার ছুঁয়েছেন বিপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

রাজশাহী কিংসের বিপক্ষে মঙ্গলবার ৪ ওভারে রাব্বি গুনেছেন ৫৪ রান। উইকেট নিয়েছেন ১টি।

২০১৫ বিপিএলে সেই সময়ের সিলেট ফ্র্যাঞ্চাইজি সুপার স্টার্সের হয়ে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা। এটিই ছিল বিপিএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। মুনাবিরা এবার পেলেন একজন সঙ্গী।

গত বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষেই ৪ ওভারে ৫৩ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত এই তালিকায় এর পরেই আছেন খুলনা টাইটান্সের শফিউল ইসলাম।

সিলেটে মঙ্গলবার ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে রাব্বি দেন ১২ রান। পরে নিজের দ্বিতীয় ওভারে দেন ১৫ রান। সবচেয়ে খরুচে ছিলেন তৃতীয় ওভারে; রান দেন ১৮। শেষ ওভারে একটু সামাল দিয়ে ৯ রান। তাতে রক্ষা পান এককভাবে রেকর্ডটি গড়া থেকে।

শিশিরভেজা বলে বোলিংয়ের কাজটি কঠিন ছিল বটে। তবে রেকর্ড তো রেকর্ডই। দিন শেষে হয়তো রাব্বি সান্ত্বনা পাবেন দলের জয়ে। সিলেট জিতেছে ৩৩ রানে।