খালেদ মাসুদের প্রশ্ন, সাইফ উদ্দিনের লাজুক উত্তর

সংবাদ সম্মেলন তখন শেষ দিকে। প্রশ্ন করার জন্য পেছন থেকে হাত তুললেন একজন। খালেদ মাসুদ পাইলট! সংবাদকর্মীদের সারিতে সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক মোহাম্মদ সাইফ উদ্দিনকে জিজ্ঞেস করলেন, “শেষ ম্যাচ হারার পর, এই ম্যচের আগ পর্যন্ত সময়টুকু কেমন লেগেছে?”

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 12:45 PM
Updated : 7 Nov 2017, 12:45 PM

সাবেক একজন অধিনায়ক প্রশ্ন করবেন, নিশ্চিতভাবেই প্রস্তুত ছিলেন না তরুণ অলরাউন্ডার। একটু বিব্রত যেন, মুখে লাজুক হাসিতে সাইফ বললেন, “আপনাকে অনেক মিস করছি…।”

খালেদ মাসুদ তবু ছাড়ার পাত্র নন। আবার প্রশ্ন, “অনেক চাপ ছিল কিনা…?”

এবার সাইফও বেশ সিরিয়াস হয়ে দিলেন উত্তর, “চাপ ছিল না। ম্যাচ হারতেই পারি। টিমের মাঝে তেমন কিছু শুনিনি। আজকে জিতেছি। আশা করব এই ধারা ধরে রাখতে।”

সংবাদ সম্মেলন শেষে কোনো একজন জিজ্ঞেস করলেন, “পাইলট ভাই, কোন মিডিয়ার?” রাজশাহীর সন্তান সাবেক এই কিপার ব্যাটসম্যানের সরস উত্তর, “বিবিসি রাজশাহী!”

হাসি-মজায় সংবাদ সম্মেলন শেষ হলেও সাইফের ভবিষ্যত ও সম্ভাবনার প্রশ্নে কোনো কৌতুক করলেন না খালেদ মাসুদ।

“দারুণ সম্ভাবনাময় সাইফ। বয়সভিত্তিক পর্যায় থেকেই তো ভালো খেলছে। আশা করি, পথে থাকবে এবং অনেক দূর যাবে।”

বিপিএলে মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৮ উইকেটের জয়ে নায়ক সাইফ উদ্দিন। ২৪ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা।