লিটনের প্রশংসায় বাভুমা

প্যাডল সুইপ টেম্বা বাভুমার প্রিয় শটের একটি। স্পিনের বিপক্ষে এই শটে প্রচুর রান আছে তার। সেই শট খেলতে গিয়ে ধরা পড়েছেন লিটন দাসের গ্লাভসে। দুর্দান্ত এক ক্যাচে নেওয়া উইকেটরক্ষককে বাভুমা ভাসিয়েছেন প্রশংসায়।

ক্রীড়া প্রতিবেদক পচেফস্ট্রুম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 05:55 PM
Updated : 1 Oct 2017, 06:52 PM

মুমিনুল হকের বলে প্যাডল সুইপ করবেন আগেই ঠিক করে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান বাভুমা। বুঝতে পেরে বাঁদিকে সরতে থাকেন লিটন। সুফলও পেলে, বাভুমার ব্যাট ছুঁয়ে অসা ক্যাচ জমা পড়ে তার গ্লাভসে।

সেনওয়েস পার্কে রোববার চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা বাভুমা বলছিলেন নিজের আউট নিয়ে।

“এভাবে কখনও আউট হইনি। আমি এমন একটা শট খেলেছি, যেটা প্রচুর খেলি। আমি মনে করি, কিপার ক্যাচটা নিতে বিশেষ কিছু করেছে।”

শুধু নিজের আউট নয় কুইন্টন ডি ককের স্টাম্পিংয়েও লিটনের নৈপুণ্যে মুগ্ধ বাভুমা। তিনি মনে করেন, প্রথম টেস্টে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কিপিং করেছেন লিটন।

“গ্লাভস হাতে ওর ম্যাচটা দারুণ কেটেছে। এমন একটা উইকেটে চমৎকার কিপিং করেছে যেখানে স্পিনে বাউন্স অসমান।… ও খুব ভালোভাবে সামলেছে এই টেস্টে।”

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা লিটন বাভুমার আউট নিয়ে জানান, এভাবে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ব্যাটসম্যানকে আউট করলেন তিনি।

“শ্রীলঙ্কায় গল টেস্টে নিরোশান ডিকভেলার একটা ক্যাচ নিয়েছিলাম এভাবে।”  

“কিপিং সবসময় উপভোগ করি। কখনো মিস হয়ে যায়, কখনো ভালো কিছু হয়। এর ভেতরেই শেষ। এটা খেলার অংশ। ধরতে পারলে ভালো লাগে।”