বৃষ্টির আগে মার্শালের প্রতিরোধ

বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে আবারও। তবে তার আগে প্রতিরোধ গড়েছেন মার্শাল আইয়ুব। রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোর ইনিংস এগোচ্ছে শম্বুক গতিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 11:57 AM
Updated : 1 Oct 2017, 11:59 AM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনায় রাজশাহীর ২২০ রানের জবাবে ঢাকা মেট্রো তুলেছে ৩ উইকেটে ১০৬ রান।

বৃষ্টিতে তৃতীয় দিনে খেলা হয়েছে ৪৭.২ ওভার। মন্থর ব্যাটিংয়ে ঢাকা মেট্রো তুলেছে মাত্র ৯৬ রান।

২ উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মার্শাল। দুই ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ৩২ রানে ফেরেন ওপেনার সাদমান।

১৪৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন মার্শাল। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গী করে গড়ে তোলেন আরেকটি জুটি। দুজনকে থামায় বৃষ্টি।

বৃষ্টি থামিয়েই রেখেছে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচ। বগুড়ায় তৃতীয় দিনেও শুরু হতে পারেনি সিলেট ও চট্টগ্রামের ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ২২০

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫১.৪ ওভারে ১০৬/৩ (আগের দিন ১০/২) (সাদমান ৩২, মার্শাল ৫৪*, মেহরাব জুনিয়র ১৭*; শরিফুল ১/২৩, ফরহাদ রেজা ১/৫, মুক্তার ০/২৩, সাকলাইন ০/২২, সানজামুল ১/২৬, শান্ত ০/৬)।