বৃষ্টির আগে মার্শালের প্রতিরোধ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2017 05:57 PM BdST Updated: 01 Oct 2017 05:59 PM BdST
বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে আবারও। তবে তার আগে প্রতিরোধ গড়েছেন মার্শাল আইয়ুব। রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোর ইনিংস এগোচ্ছে শম্বুক গতিতে।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনায় রাজশাহীর ২২০ রানের জবাবে ঢাকা মেট্রো তুলেছে ৩ উইকেটে ১০৬ রান।
বৃষ্টিতে তৃতীয় দিনে খেলা হয়েছে ৪৭.২ ওভার। মন্থর ব্যাটিংয়ে ঢাকা মেট্রো তুলেছে মাত্র ৯৬ রান।
২ উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও মার্শাল। দুই ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ৩২ রানে ফেরেন ওপেনার সাদমান।
১৪৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন মার্শাল। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গী করে গড়ে তোলেন আরেকটি জুটি। দুজনকে থামায় বৃষ্টি।
বৃষ্টি থামিয়েই রেখেছে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচ। বগুড়ায় তৃতীয় দিনেও শুরু হতে পারেনি সিলেট ও চট্টগ্রামের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২২০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫১.৪ ওভারে ১০৬/৩ (আগের দিন ১০/২) (সাদমান ৩২, মার্শাল ৫৪*, মেহরাব জুনিয়র ১৭*; শরিফুল ১/২৩, ফরহাদ রেজা ১/৫, মুক্তার ০/২৩, সাকলাইন ০/২২, সানজামুল ১/২৬, শান্ত ০/৬)।
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ