ওয়ার্নারকে মুস্তাফিজের অভিনন্দন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2017 12:50 PM BdST Updated: 08 Sep 2017 12:54 PM BdST
পুরস্কার বিতরণী পর্বেই দুজনের কথা হয়েছে এক দফা। হয়েছে পরস্পর পিঠ চাপড়ে দেওয়া ও অভিনন্দন জানানো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডেভিড ওয়ার্নারকে অভিনন্দন জানালেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে মজা করে মনে করিয়ে দিলেন, ওয়ার্নারকে আউট করেছেন তিনিই!
মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। এরপর দারুণ একটি সেঞ্চুরি করেন চট্টগ্রামেও। সিরিজের সর্বোচ্চ রান করে তিনি যৌথভাবে সিরিজ সেরা সর্বোচ্চ উইকেট শিকারী ন্যাথান লায়নের সঙ্গে।
চট্টগ্রামে দুই ইনিংসেই ওয়ার্নারকে আউট করেছেন মুস্তাফিজ। দুবারই শর্ট বলে। টুইটারে অভিনন্দন জানানোর পাশাপাশ তাই মজা করে খোঁচাও দিলেন মুস্তাফিজ।
“সিরিজ সেরা হওয়ায় অভিনন্দন ডেভিড ওয়ার্নার। সিরিজ জুড়েই ছিলে অসাধারণ। তবে আমার স্পেলে আউট হওয়ায় ধন্যবাদ।”
মুস্তাফিজের আইপিএল অধিনায়ক ওয়ার্নার। ২০১৬ আইপিএলে সানাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। সম্পর্কের সূচনা সেই আসর থেকেই। নানা সময়ে মুস্তাফিজের প্রশংসা করেছেন ওয়ার্নার। এবারও চট্টগ্রাম টেস্টের সময় সংবাদ সম্মেলনে পরামর্শ দিয়েছেন, মুস্তাফিজের দেখভাল যেন ঠিকঠাক করে বিসিবি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়