এবার বল হাতে এইচপিকে জেতালেন তানবীর

প্রথম ম্যাচে দলকে জিতিয়েছিলেন বিপর্যয়ে দারুণ এক অপরাজিত ইনিংস খেলে। রান পেয়েছেন তৃতীয় ম্যাচেও। এবার বল হাতে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলকে জেতালেন তানবীর হায়দার খান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 11:18 AM
Updated : 9 July 2017, 12:57 PM

অস্ট্রেলিয়া সফরে টানা চতুর্থ ম্যাচ জিতেছে বিসিবি এইচপি দল। ডারউইনে রোববার নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে হারিয়েছে তারা ৯ উইকেটে।

এইচপি দলের দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানেই গুটিয়ে যায় এনটি একাদশ। ওপেনার নাথান ম্যাকসুইনি ও আগের ম্যাচে ১৪৪ রান করা অ্যালেক গ্রেগরি করেন ৩৪ রান করে।

৮.৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন লেগ স্পিনার তানবীর। দুটি করে উইকেট নিয়েছেন আবুল হাসান রাজু ও এবাদত হোসেন।

রান তাড়ায় অধিনায়ক লিটন দাসের ব্যাটে ২৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় এইচপি দল। ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৭২ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন।

ওপেনিংয়ে তার সঙ্গী মেহেদি মারুফ ফিরেছেন ৩৬ বলে ৩১ রান করে। ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলি চৌধুরি।

পঞ্চম ও শেষ একদিনের ম্যাচ আগামী মঙ্গলবার।