দোলেশ্বরকে হারিয়ে এগিয়ে গেল আবাহনী

শিরোপা ধরে রাখার পথে সুপার লিগে বড় এক বাধা পার হয়েছে আবাহনী। বোলাররা প্রাইম দোলেশ্বরকে দুইশ রানের নিচে বেধে রাখার পর বাকিটা সহজেই সেরেছেন ব্যাটসম্যানরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 10:57 AM
Updated : 30 May 2017, 10:57 AM

সুপার লিগে টানা তিন জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আবাহনী। ৭ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে দোলেশ্বর (২০)।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ এদিন বৃষ্টির দাপটে হতে পারেনি। নাসির হোসেনের দলের সুযোগ আছে আবাহনীকে ধরে ফেলার।

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে দোলেশ্বর। জবাবে ৩৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ফিরেন ছন্দে থাকা লিটন দাস। তবে এর কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি সাদমান ইসলাম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তাদের ১৩২ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় আবাহনী।

৭৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করে ফিরেন সাদমান। ম্যাচ সেরা সাইফের ৯৭ বলে খেলা ৮০ রানের চমৎকার ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।

৬ রানের মধ্যে সাদমান, সাইফের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুই জনেই অপরাজিত ছিলেন ১৮ রানে।

এর আগে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি দোলেশ্বরের ব্যাটসম্যানরা। প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই যান দুই অঙ্কে। তাদের মধ্যে কেবল মার্শাল আইয়ুব পান অর্ধশতক। ৮৩ বলে একটি চারে করেন ৫৭ রান।

বাকিদের কেউই ত্রিশ পর্যন্ত যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেনের ২৭।

৪২ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার আবু জায়েদ। দুটি করে উইকেট নেন মনন শর্মা ও মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম পর্বে দুই দলের দেখায় হেরেছিল আবাহনী। মধুর প্রতিশোধ নিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল তারা।

বৃষ্টির জন্য ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক-গাজীর ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। প্রথম বলেই মেহেদী মারুফকে ফিরিয়ে দেন আবু হায়দার।

তিন বল পর আবার বৃষ্টি নামলে এদিন আর খেলা সম্ভব হয়নি। বুধবার হবে ম্যাচটি। ৪ বলে ১ উইকেট হারিয়ে গাজীর রান শূন্য।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ১৮৯/৯ (ইমতিয়াজ ২৭, মজিদ ৪, শাহরিয়ার ২০, মার্শাল ৫৭, ভাটিয়া ১১, শরিফ ২২, ফরহাদ ১৩, এনামুল ১৯, হাবিবুর ১, ওয়ালিউল ৭* সানি ৪*; জায়েদ ৩/৪২, সাইফউদ্দিন ২/৩১, শুভাগত ১/৪২, মনন ২/৩০, সাকলাইন ১/৪৪)

আবাহনী: ৩৬.৩ ওভারে ১৯৩/৩ (লিটন ৯, সাদমান ৬৫, সাইফ ৮০, নাজমুল ১৮*, মিঠুন ১৮*; ফরহাদ ০/৮, হাবিবুর ২/৬৬, সানি ০/৪৮, শরিফউল্লাহ ০/১২, ভাটিয়া ০/২৩, এনামুল ১/৩৬)

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান