লিটন-নাঈমের দারুণ সেঞ্চুরি, উল্টো স্বাদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2017 06:51 PM BdST Updated: 17 May 2017 11:34 PM BdST
দুজনই উপহার দিলেন দুর্দান্ত দুটি সেঞ্চুরি। তবে একজনের সেঞ্চুরি টপ অর্ডারে। আরেকজনের সেঞ্চুরি টপ অর্ডারের ব্যর্থতার পর। ম্যাচে পার্থক্য হয়ে রইল সেটিই। লিটন দাসের সেঞ্চুরি গড়ে দিল জয়ের ভিত। নাঈম ইসলামের সেঞ্চুরিতে স্রেফ কমল হারের ব্যবধান।
ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জকে ৪৯ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
এক ম্যাচের ব্যবধানে আরও একটি ঝড়ো সেঞ্চুরি করেছেন লিটন। সাদমান ইসলামকে নিয়ে উদ্বোধনী জুটিতেই তুলেছেন দুশর বেশি রান। আবাহনী তুলেছে ৩৩৩।
টপ অর্ডারের ব্যর্থতায় রান তাড়ায় শুরু থেকেই ছিটকে পড়ে রূপগঞ্জ। নাঈমের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ পর্যন্ত তুলতে পারে তারা ২৮৪।
বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে আবাহনী উদ্বোধনী জুটিতেই অনেকটা গড়ে দেয় ম্যাচের ভাগ্য। দুর্দান্ত ফর্মে থাকা লিটন রূপগঞ্জের বোলারদের তুলোধুনো করেন সাদমানকে নিয়ে।
৩৮ বলে অর্ধশতক করেন লিটন, ৭৮ বলে সেঞ্চুরি। এক ম্যাচ আগেই সেঞ্চুরি করেছিলেন ৭৯ বলে। মাঝের ম্যাচটিতে ৫০ করেছেন ৩৮ বলে।
আরেক পাশে সাদমানই খেলছিলেন সমান তালে। ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ বলে ৮৫ রানে সাদমানের বিদায়ে ভাঙে জুটি। দুজনে তুলে ফেলেছেন ততক্ষণে ১৭১ বলে ২০৭! এবরের লিগে উদ্বোধনী জুটিতেই এটিই প্রথম দুশ রান।
খানিক পর বিদায় নেন লিটনও। নামের পাশে তখন ১০১ বলে ১৩৬! ২০ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা।
দুই ওপেনারের পর সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তুলতে পারেননি ঝড়। শেষ ওভারে চার উইকেট হারিয়ে অলআউটও হয়ে যায় আবাহনী। তবে ওপেনারদের গড়ে দেওয়া ভিত্তির পর দলের বড় রান অবধারিতই ছিল।
শেষ দিকে ১৭ বলে ২৩ করেছেন শুভাগত। শেষ ১০ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে শুরু করেও আবাহনী রান তুলতে পারে মাত্র ৬৪। তার পরও সংগ্রহ ৩৩৩!
রান তাড়ায় ৮ ওভারের আগেই রূপগঞ্জ হারায় ৩ উইকেট। বিশাল রান তাড়া অসম্ভব হয়ে যায় তখনই।

৯৯ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন নাঈম। লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরিটি তার ক্যারিয়ার সর্বোচ্চও। ১১৯ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১২৩।
কিন্তু আবাহনী রান ছিল একটু বেশিই বেশি! নাঈমের ইনিংসের পরও তাই সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি রূপগঞ্জ।
এই ম্যাচের দুই সেঞ্চুরিয়ান এখন লিগের সফলতম দুই ব্যাটসম্যান। ৯ ইনিংসে ৬৪.২২ গড়ে ৫৭৮ রান লিটনের। সমান ইনিংসে ৬১.৩৩ গড়ে নাঈমের রান ৪৯১। দুটি করে সেঞ্চুরি দুজনেরই।
তবে এই ম্যাচের মতোই অবস্থা দুজনের দলের। ১০ ম্যাচের ৮টি জিতল আবাহনী। রূপগঞ্জের জয়-হার সমান ৫টি করে।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৪৯.৫ ওভারে ৩৩৩ (লিটন ১৩৬, সাদমান ৮৫, শান্ত ৩৫, মনন ১৯, সাইফ ১২, মিঠুন ১৬, শুভাগত ২৩, সাইফুদ্দিন ২, অনিক ০, সাকলাইন ০, আবু জায়েদ ০*; শরিফ ৩/৬১, সাব্বির ১/৭৮, মোশাররফ ৩/৩০, আসিফ ০/৩৫, মাহমুদুল ২/৬০, আলি দার ০/৩৫, নাঈম ০/২১, জয়রাজ ০/১২)।
রূপগঞ্জ: ৫০ ওভারে ২৮৪/৬ (হাসানুজ্জামান ১৩, জয়রাজ ১, ইয়াসির ১১, নাঈম ১২৩, রাজা আলি দার ৬, মোশাররফ ৬৭, হামিদুল ৩৭*, শরিফ ৭*; আবু জায়েদ ৩/৪৪, সাইফুদ্দিন ১/৪২, মনন ০/৪৬, অনিক ০/৫২, শুভাগত ১/৩৫, সাকলাইন ১/৫৬)।
ফল: আবাহনী লিমিটেড ৪৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লিটন দাস
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু