আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ

সিরিজ হারার শঙ্কা নেই। জয়ের হাতছানি আছে। মাশরাফি বিন মুর্তজা ছুটতে চান সেই হাতছানির দিকেই। আক্রমণাত্মক ক্রিকেট খেলেই পেতে চান আরও একটি সাফল্যের দেখা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 11:43 AM
Updated : 31 March 2017, 11:43 AM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃ্ষ্টিতে। শনিবার শেষ ওয়ানডে জিতলে সিরিজ বাংলাদেশের। বাড়বে মহামূল্য দুটি রেটিং পয়েন্ট।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, যে পথে হেঁটে মিলেছে সাফল্যের দেখা, শেষ ম্যাচে সেই পথেই এগোতে চান তারা।

“রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইব আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।”