ফরহাদের আরেকটি সেঞ্চুরি, জুনায়েদের হাতছাড়া

শিরোপা জিততে এই ম্যাচ থেকে চাই স্রেফ একটি পয়েন্ট। প্রথম দিনে উত্তরাঞ্চল বুঝিয়ে দিল, কোনো রকমে নয়, লক্ষ্য অর্জন করতে চায় তারা দাপটের সঙ্গেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 02:19 PM
Updated : 5 March 2017, 02:32 PM

মৌসুমে চতুর্থ সেঞ্চুরি উপহার দিয়েছেন ফরহাদ হোসেন। ১৬ রানের জন্য চতুর্থ সেঞ্চুরি হাতছাড়া করেছেন জুনায়েদ। তবে উত্তরাঞ্চলের রান ছাড়িয়েছে তিনশ।

বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনে পূর্বাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩০৫ রান তুলেছে উত্তরাঞ্চল।

ফতুল্লায় টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চল অধিনায়ক জহুরুল ইসলামকে (৮) হারায় শুরুতেই। তবে আরেকটি উইকেটের জন্য পূর্বাঞ্চলকে অপেক্ষা করতে হয় দুই সেশন। ২০৪ রানের জুটি গড়েন ফরহাদ ও জুনায়েদ।

১৯৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন ফরহাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে যেটি তার ১৭তম সেঞ্চুরি। আউটও হন তিনিই আগে, ১৪ চার ও ৩ ছক্কায় ১০৮ করে।

৮৪ রান করা জুনায়েদকে অফ স্পিনে ফেরান আফিফ। সেঞ্চুরি করতে পারলে মৌসুমে হাজার রানও পূর্ণ হতো জুনায়েদের।

এই দুজনের মাঝে ফর্মে থাকা নাঈম ইসলামও বিদায় নেন দ্রুত। তবে পাল্টা আক্রমণে চাপটা পেয়ে বসতে দেননি নাসির হোসেন।

ওয়ানডে মেজাজে ব্যাট করে নাসির করেন ২৮ বলে ৪০। তবে দাঁড়িয়ে গেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। উত্তরাঞ্চলও তাই পাচ্ছে শিরোপার সুবাস।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৫/৫ (জহুরুল ৮, জুনায়েদ ৮৪, ফরহাদ ১০৮, নাঈম ৪, শান্ত ৩৩, নাসির ৪০, ধিমান ৪*; আবু জায়েদ ০/৭৯, সাইফুদ্দিন ২/৪২, আবুল হাসান ১/৪২, অলক ১/১৯, নাঈম ০/৪৭, আফিফ ১/২৩, রাহাতুল ০/৩৪, তাসামুল ০/১২)