ফিট থাকার দায়িত্ব ক্রিকেটারদেরই দিলেন হাথুরুসিংহে

নিজেকে সব ম্যাচের জন্য প্রস্তুত রাখতে ক্রিকেটারদের কাছ থেকে পেশাদারিত্ব আশা করছেন চন্দিকা হাথুরুসিংহে। বিশেষ করে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন ফিট থাকার ব্যাপারটা তাদের ওপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশের কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 04:03 PM
Updated : 24 Jan 2017, 04:03 PM

সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেন। খেলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমও। মুস্তাফিজুর রহমান এরই মধ্যে খেলেছেন ভারত ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। হাথুরুসিংহে মনে করেন, চোটমুক্ত থাকতে ক্রিকেটারদের সচেতন থাকতে হবে।

“ওই সব চাপ সামলানোর মতো যথেষ্ট পেশাদার ওদের হতে হবে। নিজেদের সামলানোর আর সব ম্যাচের জন্য ফিট রাখার দায়িত্ব ক্রিকেটারদের ওপরই আমাদের ছেড়ে দিতে হবে।”

কাঁধে অস্ত্রোপচারের পর নিউ জিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন মুস্তাফিজ। দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই পেসার টেস্ট সিরিজে খেলেননি। হাথুরুসিংহে জানান, নিজেকে ফিরে পেতে লড়ছেন মুস্তাফিজ।

“মুস্তাফিজ ধীরে ধীরে ফিরছে। সে সাত মাস খেলেনি। বোলিং ফিটনেস ফিরে পেতে সে বোলিং বাড়াচ্ছে।”