এখনও খুশির কিছু নেই: তাসকিন

আগের ম্যাচের অভিজ্ঞতা এত সহজে ভোলার নয়। পাঁচ দিনের ম্যাচে এক-দুই দিন বা একটি-দুটি সেশন জেতার মধ্যে তাই খুশির কিছু দেখছেন না তাসকিন আহমেদ। তরুণ এই পেসার মনে করছেন, ক্রাইস্টচার্চ টেস্টে এখনও তাদের অনেক কাজ বাকি।   

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 09:31 AM
Updated : 21 Jan 2017, 01:33 PM

ক’দিন আগে ওয়েলিংটন টেস্টেই লিড নিয়েছিল বাংলাদেশ, স্বপ্ন দেখছিল জয়ের। কিন্তু শেষ পর্যন্ত ড্রও করতে পারেনি, হেরেছিল ৭ উইকেটে।

হ্যাগলি ওভালে এখনও লিড নেওয়া হয়নি বাংলাদেশের। ২৮৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২৬০/৭। দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিন তাই ফল নিয়ে না ভেবে আগে পরের দিনের লক্ষ্যের কথা জানালেন।

“২৬০ রানে ওদের ৭ উইকেট পড়েছে, অবশ্যই ভালো লাগছ। এখনও খুশির কিছু নাই। কারণ, খেলার এখনও অনেক বাকি। আজ যেহেতু খেলা শেষ... কাল সকালে এসে আমরা ওদের যত কম রানে সম্ভব গুটিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো করে...ওদের আমরা একটা ভালো লক্ষ্য দিতে চাই।”

তাসকিন মনে করেন, ম্যাচ এখন যে পর্যায়ে আছ সেখান থেকে জয়ের সামর্থ্য আছে তাদের।

“জয় তো অবশ্যই অনেক বড় অর্জন হবে। হয়তো অনভিজ্ঞতা আছে কিন্তু আমাদের জেতার সামর্থ্যও আছে। এমন পরিস্থিতি থেকে আমরা জিতে দেখিয়েছি। হয়তো সেটা দেশে ছিল; এখানেও তা সম্ভব। আমাদের সেই স্কিল আছে। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে জিততেও পারি।” 

নিজেদের আগের সিরিজেই ইংল্যান্ডকে ঢাকা টেস্টে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ড্র করে বাংলাদেশ।