তুষারের আরেকটি শতক, সাব্বিরের ৫ উইকেট

দারুণ ছন্দে থাকা তুষার ইমরান পেয়েছেন টানা দ্বিতীয় শতক। তবে খুলনাকে লিড এনে দিতে তার একার লড়াই যথেষ্ট ছিল না। দেওয়ান সাব্বিরের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪ রানের লিড পেয়েছে ঢাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 11:50 AM
Updated : 29 Dec 2016, 12:23 PM

খুলনাকে প্রথম ইনিংসে ৩৪২ রানে গুটিয়ে দিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন তরুণ পেসার সাব্বির।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। তাইবুর রহমান ২২ ও জাহিদুজ্জামান ১১ রানে ব্যাট করছেন।

ঢাকার টপঅর্ডারের তিন ব্যাটসম্যানই ফিরেন থিতু হয়ে। প্রথম ইনিংসে শতক করা সাইফ হাসান এবার ইনিংস উদ্বোধন করেছেন জয়রাজ শেখের সঙ্গে। দুই জনের কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নামা রকিবুলও পারেননি সুযোগ কাজে লাগাতে।  

এর আগে বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শুরু করে খুলনা।

জিয়াউর রহমানের সঙ্গে ৯৭ রানের দারুণ জুটিতে দলকে তিনশ’ রানের দিকে নিয়ে যান তুষার। এক সময়ে ৫ উইকেটে ২৯২ রানের দৃঢ় ভিতের ওপর ছিল খুলনা। কিন্তু ৫০ রানে শেষ ৫ উইকেট হারানোয় শেষ পর্যন্ত লিড নেওয়া হয়নি তাদের।

৩৮ রান করে ফিরেন জিয়া। অধিনায়ক রাজ্জাকের ব্যাট থেকে আসে ৩০ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২০তম শতক পাওয়া তুষার করেন ১৪১ রান। অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যানের ২৪০ বলের ইনিংসটি গড়া ১৯টি চারে।

৫৮ রানে ৫ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার সাব্বির। ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ৩৬৬

খুলনা ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩৪২ (মেহেদী ৩৭, হাসান ৩১, এনামুল ১২, তুষার ১৪১, মিঠুন ৩৪, ইফতেখার ০ জিয়া ৩৮, রাজ্জাক ৩০, আশিক ০, বিশ্বনাথ ১*, আল আমিন ০; মাহবুবুল ০/৭৭, শরীফ ০/৭২, সাব্বির ৫/৫৮, নাজমুল ২/৮০, তাইবুর ১/২৩, জয়রাজ ১/২০)

ঢাকা ২য় ইনিংস: ৩২ ওভারে ১০৩/৩ (সাইফ ২৬, জয়রাজ ১৫, রকিবুল ২৩, তাইবুর ২২*, জাহিদ ১১*; আল আমিন ১/২৪, জিয়া ০/০, আশিক ০/২১, রাজ্জাক ১/২৬, বিশ্বনাথ ১/১৪, মেহেদী ০/১৩)