ইংল্যান্ডের সাবেক ফিজিওকে আনল বিসিবি

এক যুগের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে। গ্ল্যামরগনের ক্রিকেটে জড়িয়ে আছেন দুই যুগের বেশি সময়। অভিজ্ঞতায় সমৃদ্ধ ডিন কনওয়ে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 04:02 PM
Updated : 23 Nov 2016, 04:02 PM

মঙ্গলবার ঢাকা এসে বুধবার কাজও শুরু করে দিয়েছেন কনওয়ে। প্রথম দিনে দেখেছেন পুনবার্সনে থাকা মুস্তাফিজুর রহমানের অগ্রগতি। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি কনওয়ের সঙ্গে।

কনওয়ের নিয়োগে আপাতত শেষ হলো বায়েজিদুল ইসলাম খানের দায়িত্ব। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ফিজিও হিসেবে কাজ করছিলেন বায়েজিদ। এর আগে ২০১১ থেকে কাজ করেছেন বিভব সিং। ২০১৩ সালে এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে চুক্তি নবায়নও করেছিল বিসিবি। তবে ২০১৪ সালের জুলাইয়ে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়েন বিভব।

কনওয়েকে দিয়ে দু বছর পর আবার বিদেশি ফিজিও জাতীয় দলে। বায়েজিদ ফিরে যাবেন তার আগের দায়িত্ব বিসিবি একাডেমিতে।

কনওয়ে নিজে এক সময় ওয়েলসে ছিলেন রাগবি খেলোয়াড়। কার্ডিফের ইউনিভার্সিটি অব ওয়েলসে পড়াশোনা করেছেন ফিজিওথেরাপি নিয়ে। ১৯৮৯ সাল যোগ দেন কাউন্টি ক্লাব গ্ল্যামরগনে। এরপর দীর্ঘ ১৪ বছর কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলে। ছিলেন মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল ভনদের ইংল্যান্ড দলের সঙ্গে। ইংল্যান্ডের দায়িত্বের পর ২০১২ সালে নির্বাচিত হন গ্ল্যামরগন কাউন্টি ক্লাবের কমিটিতে।

এবার ফিজিও হিসেবে শুরু করলেন নতুন অধ্যায়।