বৃষ্টির কবলে নিউ জিল্যান্ড-পাকিস্তান টেস্ট

ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর এবার বৃষ্টির প্রকোপ। বিরূপ প্রকৃতি থেকে মুক্তি পাচ্ছে না ক্রাইস্টচার্চ। নিউ জিল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে একটি বলও হতে দিল না বৃষ্টি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2016, 05:18 AM
Updated : 17 Nov 2016, 05:18 AM

বৃষ্টির কারণে হতে পারেনি টসই। টেস্ট ম্যাচটি তাই কার্যত নেমে এসেছে চার দিনে। পরের চার দিনই খেলা শুরু হবে আধঘণ্টা আগে।

লাঞ্চের নির্ধারিত সময়ের আগে খানিকটা সময়ের জন্য ছুট দিয়েছিল বৃষ্টি। তখন গা গরমের জন্য ফুটবল খেলে পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু আবার অঝোর বর্ষণ।

শঙ্কা আছে দ্বিতীয় দিনের খেলা নিয়েও। বৃষ্টির পূর্বাভাস আছে এ দিনও। টেস্টের আগে নেলসনে পাকিস্তানের তিন দিনের প্রস্তুতি ম্যাচটিও পুরোপুরি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।