এক ঘণ্টায় শেষ জিম্বাবুয়ে

চতুর্থ দিন শেষে দ্বিতীয় টেস্টের ফল নিয়ে সংশয়ের সুযোগ রাখেননি রঙ্গনা হেরাথ। ৩ উইকেট হাতে থাকা জিম্বাবুয়ে অতিথিদের জয় কতটা দেরি করাতে পারে তাই ছিল দেখার। সেখানে খুব একটা সফল নয় স্বাগতিকরা। পঞ্চম দিন এক ঘণ্টার মধ্যে গুটিয়ে যায় গ্রায়েম ক্রেমারদের ইনিংস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 09:51 AM
Updated : 10 Nov 2016, 09:51 AM

জিম্বাবুয়েকে ২৫৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের শেষ তিনটি উইকেটই নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার হেরাথ। ৬৩ রানে ৮ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। প্রথম ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেন ৮৯ রান।

৭ উইকেটে ১৮০ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। ৪৯১ রানের লক্ষ্য তখনও তাদের প্রয়োজন ছিল ৩১১ রান।

সবচেয়ে বড় বাধা হয়ে থাকা ক্রেইগ আরভিনকে ফিরিয়ে এদিনের শিকার শুরু করেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া হেরাথ। পরের ওভারে কার্ল মামবাকে ফিরিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান তিনি।

দুই ছক্কায় ২০ রান করা ১১ নম্বর ব্যাটসম্যান পোফুকে ফিরিয়ে ২৩৩ রানে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন ম্যাচ সেরা হেরাথ। পঞ্চম দিন স্বাগতিকদের ইনিংস স্থায়ী হয় মাত্র ১৩ ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৪

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭২

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৫৮/৯ ডিক্লে.

জিম্বাবুয়ে ২য় ইনিংস:  ৫৮ ওভারে ২৩৩ (মায়োয়ো ১৫, চারি ৮, মাসাকাদজা ১০, আরভিন ৭২, উইলিয়ামস ৪৫, ওয়ালার ০, মুর ২০, ক্রেমার ৫, টিরিপানো ১৬*, মামবা ১, পোফু ২০; লাকমল ০/৫৮, হেরাথ ৮/৬৩, দিলরুয়ান ০/৪২, কুমারা ১/৪২, ডি সিলভা ১/১০)

ফল: শ্রীলঙ্কা ২৫৭ রানে জয়ী

সিরিজ: ২-০ ব্যবধানে শ্রীলঙ্কা জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রঙ্গনা হেরাথ

ম্যান অব দ্য সিরিজ: দিমুথ করুনারত্নে।