আজহারের ত্রিশতকে রানের পাহাড়ে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে গুঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম ত্রি-শতক পেয়েছেন আজহার আলি। এই উদ্বোধনী ব্যাটসম্যানদের দৃঢ়তাভরা ইনিংসে দুবাই টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। জবাব দিতে লড়ছে শুরুতেই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 07:26 PM
Updated : 14 Oct 2016, 07:26 PM

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। মিসবাহ-উল-হকের দলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ৩১১ রান চাই তাদের।

রানের পাহাড়ে চাপা পড়া ওয়েস্ট ইন্ডিজ শুরুটা খুব একটা ভালো হয়নি। দ্বাদশ ওভারে লেগ স্পিনার ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লিওন জনসন। তবে ড্যারেন ব্রাভোকে নিয়ে বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইট।

দিনের এর আগের সময়টুকু ছিল আজহারের। দিন-রাতের টেস্টে প্রথম শতকের কৃতিত্ব দেখানো এই ব্যাটসম্যানকে আউটই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

জার্মেইন ব্ল্যাকউডকে চার হাঁকিয়ে পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রি-শতক করেন আজহার। এরপরই ৩ উইকেটে ৫৭৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন মিসবাহ। সে সময়ে ২৯ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ২৭৯ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের ৬৪ রানের জুটিকে ১৩৭ পর্যন্ত এগিয়ে নেন আজহার ও আসাদ শফিক। ৮ চারে ৬৭ রান করে শফিক দেবেন্দ্র বিশুকে ক্যাচ দিলে দিনের প্রথম সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ।

অভিষিক্ত বাবর আজমের সঙ্গে ১৬৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন আজহার। দলকে পাঁচশ রানের সংগ্রহ এনে দেওয়া এই জুটিও ভাঙেন বিশু, জেসন হোল্ডারকে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর।

ইনিংস ঘোষণার আগে আজহারকে সঙ্গ দেন মিসবাহ। উদ্বোধনী ব্যাটসম্যানকে বেশি স্ট্রাইক দেওয়ার দিকেই ছিল অধিনায়কের মনোযোগ।

৬৫৮ মিনিট স্থায়ী ইনিংসে ৪৬৯ বলে ৩০২ রানে অপরাজিত থাকেন আজহার। নিজের ৫০তম টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে প্রথম ক্রিকেটার হিসেবে ত্রি-শতক পেলেন আজহার। আগের সেরা ছিল ২০১০-১১ মৌসুমে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ২৭৮।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২৭৯/১) ১৫৫.৩ ওভারে ৫৭৯/৩ ইনিংস ঘোষণা. (আসলাম ৯০, আজহার ৩০২*, শফিক ৬৭, বাবর ৬৯, মিসবাহ ২৯*; বিশু ২/১২৫, চেইজ ১/১০৯)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬৯/১ (ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ১৫, ব্রাভো ১৪*; ইয়াসির ১/১৩, নওয়াজ ০/৪)