বিকেএসপিতে রাজশাহী-রংপুরের নিষ্প্রাণ ড্র

নিষ্প্রাণ ড্র হয়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রাজশাহী-রংপুরের ম্যাচ। চতুর্থ ও শেষ দিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 01:05 PM
Updated : 11 Oct 2016, 02:25 PM

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। বৃষ্টির জন্য এদিন খেলা হয় ৬৩ ওভার। তাতে আরও ২০১ রান যোগ করে রংপুর।

জাহিদ জাভেদের সঙ্গে ১৩৫ রানের উদ্বোধনী জুটিতে ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেন সায়মন। সানজামুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ৯৪ রানের ইনিংস। ১৩৩ বলে ১০টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি।

প্রথম অর্ধশতক পাওয়া জাহিদ ১৮০ বলে চারটি চারে করেন ৫২ রান। ২২ রান আসে অধিনায়ক সাজেদুল ইসলামের ব্যাট থেকে। ২০ রানে অপরাজিত থাকেন তানভীর হায়দার।

বিরুপ আবহাওয়ার জন্য জাতীয় ক্রিকেট লিগের পরের ম্যাচগুলো পিছানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ২৩৪

রাজশাহী ১ম ইনিংস: ২৬৮

রংপুর ২য় ইনিংস: (আগের দিন ৩২/০) ৭৯ ওভারে ২৩৩/৭ (সায়মন ৯৪, জাহিদ ৫২, মাহমুদুল ১, নাঈম ১৭, আরিফুল ১৭, তানভীর ২০*, শুভ ২, সাজেদুল ২২, শাওন ০*; সানজামুল ৪/১০৬, মামুন ৩/৪২)