দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন

মাঝখানে ট্রফি, দুই পাশে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক। প্রতিটি সিরিজের আগে নিয়মিত ছবি এটি। এবারও থাকছে ট্রফির ছবি। তবে বদলে গেছে ট্রফির দু পাশের মুখগুলো। দুই অধিনায়কের বদলে এবার সেখানে স্পন্সরদের প্রতিনিধিরা!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 12:45 PM
Updated : 5 Oct 2016, 12:47 PM

বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে উন্মোচিত হলো বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজের ট্রফি। সবসময়ই ট্রফি উন্মোচনে দুই অধিনায়কের থাকার রীতি চলে আসছে বরাবরই। এবার দেখা গেল ব্যতিক্রম। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে থাকলেন স্পন্সর প্রতিষ্ঠানগুলোর দুই কর্তা।

সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো এটি নিয়ে। বিসিবি প্রধান নির্বাহীর ব্যাখ্যা, “ক্রিকেটারদের অ্যাভেইল্যাবেলিটির ব্যাপার আছে। আপনার জানেন, ইংল্যান্ড সিরিজের জন্য বাড়তি কিছু কাজ করতে হচ্ছে। সময়ের স্বল্পতা আছে। সব মিলিয়েই এবার এভাবে হলো। সামনে ক্রিকেটারদের দিয়েই হবে।”

বিসিবি প্রধান নির্বাহীর ব্যাখ্যা জন্ম দিল নতুন প্রশ্নের। শুক্রবার শুরু ওয়ানডে সিরিজ, তার আগে আরও একদিন বাকি আছে। টেস্ট সিরিজ শুরুতে বাকি আরও দুই সপ্তাহ। সময়ের স্বল্পতার যুক্তি তাই ধোপে টেকে না। বৃহষ্পতিবার মিরপুরে দুই দলেরই অনুশীলন আছে। দুই অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন খুবই সম্ভব ছিল।

এছাড়া, দুই দলই আছে একই হোটেলে। টিম হোটেলে সিরিজ শুরুর আগের দিন সন্ধ্যায়, এমনকি রাতে দুই অধিনায়কে নিয়ে ট্রফি উন্মোচনের নজির বাংলাদেশ ক্রিকেটে অনেক আছে। এবার তাহলে কেন দুদিন আগে অধিনায়কদের ছাড়াই ট্রফি উন্মোচনের প্রয়োজন পড়ল?

এই প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী শোনালেন নতুন যুক্তি, “আসলে স্পন্সরদের ব্যাপার আছে। তাদের কথা ভাবতে হয়। ভবিষ্যতে আমরা ক্রিকেটারদের নিয়েই করার চেষ্টা করব।”

ওয়ানডের ট্রফি উন্মোচন পর্বটি হলো সাদামাটা, টেস্টের ট্রফি উন্মোচনের সময় বাজনা বাজলো, উড়ল কনফেত্তি। সব মিলিয়ে ট্রফি উন্মোচন পর্ব জন্ম দিল অনেক প্রশ্ন আর বিস্ময়ের।