মোসাদ্দেকের কাছে মূল হুমকি রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনারদের প্রশংসা করেছেন মোসাদ্দেক হোসেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী রশিদ খানকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে এই তরুণ ব্যাটসম্যানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 12:58 PM
Updated : 23 Sept 2016, 01:00 PM

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিবিসি একাদশকে ৬৬ রানে হারায় আফগানিস্তান। প্রস্তুতি এই ম্যাচে ৫.১ ওভার বল করে ২৫ রানে ২ উইকেট নেন রশিদ।

ম্যাচে ২২তম ওভারে প্রথমবারের মতো বোলিং করতে আসেন ১৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা রশিদ। তার প্রথম ওভারেই একটি করে ছক্কা-চারে ১১ রান নেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলা ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রশংসায় ভাসিয়েছেন রশিদকে।

“ওদের যে লেগস্পিনাররা খেলে তাদের মধ্যে রশিদ খান খুব ভালো জায়গায় বল করে। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। ওকেই একটু কঠিন মনে হয়েছে। তার গুগলি খুব ভালো, একটা জায়গায় বল করে যেতে পারে। সবচেয়ে বড় ব্যাপার ওর বৈচিত্র যা আছে সেটা নিখুঁত।”

রশিদ ছাড়াও আফগানিস্তান দলে আছেন দুই লেগ স্পিন অলরাউন্ডার রহমত শাহ ও সামিউল্লাহ শেনওয়ারি। প্রস্তুতি ম্যাচে খেলেননি সামিউল্লাহ। প্রস্তুতি ম্যাচে রহমতের বল খেলার পর তাকেও ভালো স্পিনার বলে মনে হয়েছে মোসাদ্দেকের।