
হাসপাতাল ছেড়েছেন মুস্তাফিজ
লন্ডন থেকে আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2016 07:31 PM BdST Updated: 13 Aug 2016 07:31 PM BdST
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুস্তাফিজুর রহমান। উঠেছেন লন্ডনে তাকে আতিথ্য দেওয়া এজিএম সাব্বিরের বাসায়।
শনিবার স্থানীয় সময় সকালে মুস্তাফিজকে দেখার পর তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
ক্রমওয়েল হাসপাতালে ওয়ালেস মুস্তাফিজকে দেখার সময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মুস্তাফিজের সবকিছু ঠিক আছে জানিয়েছেন ওয়ালেস।
হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না মুস্তাফিজের। দেবাশীষ জানান, আগামী বুধবার স্থানীয় সময় দুপর ১২টায় মুস্তাফিজকে ওয়ালেস আবার দেখবেন। এবার অবশ্য মুস্তাফিজকে যেতে হবে ওয়ালেসের ক্লিনিক ফার্টিয়াসে। ওয়ালেস প্রথমবার তরুণ এই পেসারকে এই ক্লিনিকেই দেখেছিলেন।
দেবাশীষ মনে করছেন, বুধবার চেকআপের পর ওয়ালেস মুস্তাফিজকে দেশে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেবেন।
হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় এই কারণে আপাতত মুস্তাফিজকে হালকা ব্যায়াম করানো হচ্ছে বলে জানান দেবাশীষ। ফিজিও থেরাপি শুরু হবে আরও পরে। আর সেটা ওয়ালেসের পরামর্শ অনুযায়ীই করা হবে। ওয়ালেস যদি লন্ডনের কোনো ফিজিওর কাছে যাওয়ার পরামর্শ দেন, তাহলে সেখানেও মুস্তাফিজের থেরাপি কার্যক্রম শুরু হতে পারে বলে জানান দেবাশীষ।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস।
অস্ত্রোপচারের পর দুই রাত হাসপাতালে ছিলেন মুস্তাফিজ। তার সঙ্গে ছিলেন লন্ডনে তার বন্ধু ফারুক হোসেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- বিপিএলে ৭ দলে ৩ বিদেশি অধিনায়ক
- 'খেয়েদেয়ে শক্তি বাড়াও', বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাসেল
- অনেক শঙ্কা আর কিছুটা সম্ভাবনার বিপিএল
- টিভি সম্প্রচারে ভুল থেকে ‘শিক্ষা নিয়েছে’ বিসিবি
- মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন: জাতিসংঘ আদালতকে গাম্বিয়া
- জঙ্গিদের ৯০ শতাংশের বেশি আহলে হাদিস: ডিএমপি কমিশনার
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক