প্রস্তুতি ম্যাচে বড় রান পেলেন না বাংলাদেশের কেউ

অলরাউন্ড নৈপুন্য দেখান রিতু মনি, নিগার-ফারজানারা পারেননি বড় ইনিংস খেলতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 07:46 AM
Updated : 28 Nov 2022, 07:46 AM

নিউ জিল্যান্ড সফরে উপমহাদেশের দলগুলির মূল চ্যালেঞ্জ থাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিংয়ে ভালো করা। সেই চেষ্টার শুরুটা খুব ভালো হলো না বাংলাদেশের মেয়েদের। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে  হতাশ করেছেন স্বীকৃত ব্যাটাররা। সুযোগটা কাজে লাগান কেবল শেষ দিকে নামা অলরাউন্ডার রিতু মনি। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অবশ্য নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেন মুর্শিদা খাতুন, নিগার সুলতানারা।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নিউ জিল্যান্ড একাদশ নারী দলের বিপক্ষে এক দিনের প্রস্তুতি ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ২০৩ রান। লক্ষ্য ছুঁয়ে ফেলার পরও প্রস্তুতির জন্য পুরো ৫০ ওভার খেলে ৫ উইকেটে ২২৮ রান করে স্বাগতিকরা।

প্রথমবার ব্যাটিংয়ে নেমে মুর্শিদা ৪, নিগার ১৮ ও ফারজানা ১১ রানের বেশি করতে পারেননি। শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, লতা মন্ডল, রুমানা আহমেদ, ফাহিমা খাতুনদের ব্যাটও হাসেনি।

৬৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে দলকে দেড়শ পার করান রিতু। তার ব্যাট থেকে আসে ৪টি চারে ৮০ বলে ৪৬ রান।

৪২তম ওভারে নবম ব্যাটার হিসেবে রিতু আউট হলে ফের নামেন ওপেনার মুর্শিদা। এবার ৩ চারের মারে ৫০ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক নিগার ৪ চারে ২৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ফারজানা দ্বিতীয় দফায় ফিরে করেন কেবল ২।

পরে বোলিংয়েও সবচেয়ে উজ্জ্বল মিডিয়াম পেসার রিতু। ৬ ওভারে ২৬ রান খরচায় নেন তিনি ২টি উইকেট। এছাড়া দুই পেসার জাহানারা আলম, মারুফা আক্তার ও লেগ স্পিনার রুমানা আহমেদের শিকার ১টি করে উইকেট।

৪৭তম ওভারে নিউ জিল্যান্ড একাদশ ম্যাচ জিতে যায়। তবে পুরো ৫০ ওভারই ব্যাটিং করে তারা। তাদের ইনিংসে পুরো সময় নিগার একা কিপিং করেননি। দলের নতুন মুখ দিলারা আক্তারকে ইনিংসের শেষ দিকে উইকেট কিপিং করতে দেখা যায়।

নিউ জিল্যান্ডে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী রোববার ক্রাইস্টচার্চে শুরু হবে টি-টেয়োন্টি সিরিজ। এর আগে বুধবার লিঙ্কনেই হবে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২০৩/১০ (মুর্শিদা ৪, শারমিন ১৭, দিলারা ১, নিগার ১৮, ফারজানা ১১, লতা ৫, রুমানা ২, রিতু ৪৬, ফাহিমা ১২, মুর্শিদা ৩১, নিগার ২৭*, ফারজানা ২*; রো ১০-০-৪৪-২, শ্রিয়া ৫-০-২৭-১, গ্রিন ৫-০-১৩-১, পেনফোল্ড ১০-১-৩৬-৫, কাসপারেক ৬-০-১৯-১, সুলিভান ৮-০-২৮-০, ইব্রাহিম ২-০-১২-০, ডাউটি ৪-০-২০-০)

নিউ জিল্যান্ড একাদশ : ৫০ ওভারে ২২৮/৫ (ডড ১৬, বার্নস ৪৬, ইব্রাহিম ৭২ অপরাজিত অবসর, সাহরি ১৫, নিউটন ৪৫ অপরাজিত অবসর, কাসপারেক ১৮*, রো ১, পেনফোল্ড ১, সুলিভান ২*; জাহানারা ৭-০-৩৪-১, তৃষ্ণা ৪-০-১৫-০, রিতু ৬-০-২৬-২, মারুফা ৬-০-৩২-১, নাহিদা ৬-০-৩২-০, লতা ৫-০-২৫-০, ফাহিমা ৪-০-১৮-০, রুমানা ৫-০-২০-১, রাবেয়া ৭-০-২৪-০)

ফল: নিউ জিল্যান্ড একাদশ ৫ উইকেটে জয়ী