বিকেএসপি ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও বিশেষজ্ঞরা সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদ।
Published : 24 Mar 2025, 05:57 PM
তামিম ইকবালের অসুস্থতার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সেরা ওপেনারকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন তার ভক্তদের অনেকেই। এমনটা না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পক্ষ থেকে সোমবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমে জানানো হবে।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করার কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে তাকে বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে স্টেন্ট বসানো হয়।
এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। তার জ্ঞান ফিরেছে, কথা বলছেন চিকিৎসক ও পরিবারের সঙ্গে।
বিকেএসপি ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও বিশেষজ্ঞদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদ।
“এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা সকল চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞ। তামিমের জন্য এমন উদ্বেগের বহিঃপ্রকাশে প্রতিফলিত হয়, দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে।”
“বিসিবি তার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে। তামিমের দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে বোর্ড সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তামিমের সুস্থতার জন্য তার পরিবার ও বিসিবি জাতির কাছে দোয়া চেয়েছেন।